ব্রেকিং নিউজ
Home - উপকূল - করোনা চিকিৎসায় পিরোজপুরের ৭ হাসপাতালে জেলা পরিষদের চেয়ারম্যানের ভেন্টিলেটর ও নমুনা সংগ্রহের উপকরণ প্রদান

করোনা চিকিৎসায় পিরোজপুরের ৭ হাসপাতালে জেলা পরিষদের চেয়ারম্যানের ভেন্টিলেটর ও নমুনা সংগ্রহের উপকরণ প্রদান


পিরোজপুর প্রতিনিধিঃ করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান এবং নমুনা পরীক্ষার লক্ষে পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজের ব্যক্তিগত তহবিল থেকে জেলা হাসপাতালসহ জেলার ৭টি উপজেলা হাসপাতালে ভেন্টিলেটর ও নমুনা সংগ্রহের উপকরণ প্রদান করা হয়েছে।
আজ বুধবার বিকেলে পিরোজপুর জেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি’র হাতে এসব চিকিৎসা সামগ্রী তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম সুমন, নাসির উদ্দিন হাওলাদারসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
পিরোজপুর জেলা হাসপাতালসহ জেলার ৭ উপজেলায় ২টি করে মোট ১৪টি ভেন্টিলেটর, ১ হাজার ৭৫০টি নমুনা সংগ্রহের উপকরণ এবং ৩৫০টি এন-৯৫ মাস্ক প্রদান করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...