ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় দুই পুলিশ সদস্যসহ নয়জন হোম আইসোলেশনে

মঠবাড়িয়ায় দুই পুলিশ সদস্যসহ নয়জন হোম আইসোলেশনে


মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় নতুন করে এক পুলিশ সদস্যসহ তিনজন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট নয়জন আক্রান্ত বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। শহরের থানাপাড়া আজহার কলোনী ও টিএণ্ডটি মহল্লা লকডাউন ঘোষাণা করেছেন প্রশাসন। এছাড়া থানাপাড়া এলাকায় দুই পুলিশ কর্মকর্তা ও থানার একজন স্টাফসহ আরও এক পরিবারের তিন সদস্য মোট ছয়জন করোনা সংক্রমণ ধরা পড়ায় ওই এলাকা রেডজোন ঘোষণা করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানাগেছে, আজ রবিবার তিন জনের নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়ে এর মধ্যে মঠবাড়িয়া থানার এক পুলিশ সদস্য, শহরের টিএণ্ডটি মহল্লার এক বৃদ্ধা ও উপজেলার ছোট মাছুয়া গ্রামের এক যুবকের করোনা পজেটিভ আসে। এর আগে মঠবাড়িয়া থানার এক পুলিশ সদস্য ও বাবুর্চি করোনা আক্রান্ত হন। এছাড়া থানাপাড়া মহল্লার এক শিশুসহ পরিবারের তিন সদস্য করোনা আক্রান্ত রয়েছেন। বর্তমানে মোট নয়জন করোনা আক্রান্ত হোম আইসোলেশনে চিকিৎসাধিন রয়েছেন।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী হাসান বিষয়টি নিশ্চিত কওে জানান, মঠবাড়িয়ায় এ যাবৎ ২৫ জন করোনা সংক্রমণ ধরা পড়েছে। এদের ১৬জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। বাকি নয়জন হোম আইসোলেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় থানাপাড়া আজহার কলোনী ও টিএণ্ডটি মহল্লা লকডাইন ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...