ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - পিরোজপুরে ১০০ ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা

পিরোজপুরে ১০০ ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা


পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা একশতজন ছাড়িয়েছে। তবে আক্রান্তদের মধ্য থেকে পুরোপুরি সুস্থ্য হয়েছেন ৬৬ জন।
পিরোজপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, পিরোজপুরের সাতটি উপজেলায় আজ শনিবার পর্যন্ত ১০২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ৩১ জন, ভান্ডারিয়ায় ২০ জন, মঠবাড়িয়ায় ২২ জন, ইন্দুরকানিতে ১১ জন, নাজিরপুরে ০৮জন, নেছারাবাদে ০৮জন এবং কাউখালী উপজেলায় ০২জন। আর আক্রান্ত হয়ে মারা গেছে তিনজন। এদের মধ্যে পিরোজপুর সদর-০১, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলায় ০১ জন করে।
আর চিকিৎসা নিয়ে পিরোজপুর সদর উপজেলায় ২০ জন, ভান্ডারিয়ায় ১২ জন, মঠবাড়িয়ায় ১৬ জন, ইন্দুরকানিতে ১১ জন, নাজিরপুরে ০৪ জন, নেছারাবাদে ০২জন এবং কাউখালীতে ০১জন পুরোপুরি সুস্থ্য হয়েছেন।
সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী জানান এ পর্যন্ত পিরোজপুর থেকে এক হাজার ৬১৫ টি নমুনা সংগ্রহ সংগ্রহ করা হয়েছে। তবে এখনও ৫৩৫ টি প্রতিবেদন পেন্ডিং রয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...