ব্রেকিং নিউজ
Home - উপকূল - ডা. ফেরদৌস ইসলামের শব্দাবলী ‘দীর্ঘ প্রতীক্ষার পরে’

ডা. ফেরদৌস ইসলামের শব্দাবলী ‘দীর্ঘ প্রতীক্ষার পরে’

প্রতীক্ষার প্রহর না হয় আরেকটু দীর্ঘ
হোক ,
স্বপ্নের রং না হোক ফ্যাকাশে –
ঘুম পালানো রাতটা নীরবতায় ভুগুক ,
অচিন আলো -আধার মাঝেই থাকুক পালিয়ে।

নীরস ভাবনার খুব গহীনে –
হঠাৎ আলোকচ্ছটা,
বিচলিত আশার মাঝে একটুখানি দোলা;
তারপর নিরবচ্ছিন্ন স্তব্ধতা আর শূন্যতার
প্রতিচ্ছবি,
নির্লিপ্ত নক্ষত্রের ভীড়েও হারাই আবার খুঁজি।

রহস্যের গভীরে ছেদ পড়ে,
অনুচ্চারিত শব্দের নির্মোঘ বাস্তবতায়-
হেরে যায় সব ম্রিয়মান সুরধ্বণি;
তবু নির্ভেজাল স্নিগ্ধতার সেই হাসি,
প্রতিনিয়ত মুগ্ধতায় ডুবায়।

নিস্তরঙ্গ পদচারনা চারিদিকে-
ভীরু ভীরু চোখে কাব্যময়তার ছাপ,
আর,সীমানা পেরোবার প্রচ্ছন্ন ছায়া-
কল্পলোক আবার হাতছানি দিয়ে ডাকে,
পথ হারানো পথে।

আর ভাবি,প্রতীক্ষার সময় না হয় আরেকটু দীর্ঘই হতো।

ডা. ফেরদৌস ইসলাম
আবাসিক মেডিকেল অফিসার
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
১১ জুন,২০১৮

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...