ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - বাজেটে দরিদ্র ও হতদরিদ্রদের সুরক্ষায় বাড়ানো হয়েছে বরাদ্দ

বাজেটে দরিদ্র ও হতদরিদ্রদের সুরক্ষায় বাড়ানো হয়েছে বরাদ্দ


অনলাইন ডেস্কঃ দেশের দরিদ্র ও হত দরিদ্র মানুষের সুরক্ষায় ২০২০-২১ অর্থবছরের বাজেটে সুবিধা ভোগীসহ বাড়ানো হয়েছে অর্থের বরাদ্দের পরিমাণ। প্রস্তাবিত এ বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ১৩ হাজার ৭০৯ কোটি টাকা বাড়িয়ে মোট ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে নতুন কর্মসংস্থান তৈরিতে উদ্যোগের কথা বললেও স্পষ্ট নির্দেশনা নেই অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে।
এর আগে দেশে গরিব মানুষ ছিলো ৩ কোটি ৪০ লাখ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, যাদের পৌনে দুই কোটিই হতদরদ্রি। করোনার প্রভাবে নতুন করে গরিব হয়েছেন, আরও বহু মানুষ। বিভিন্ন গবেষণা সংস্থা বলছে, পোশাক খাতসহ বিভিন্ন খাতে কাজ হারানোয় জীবন ধারণে মৌলিক চাহিদা মেটাতে না পারার শঙ্কায় পড়েছেন মোট জনসংখ্যার ৪১ শতাংশ।
এসব মানুষের সুরক্ষায় নতুন অর্থবছরে বাড়ানো হয়েছে বরাদ্দ। সেই সঙ্গে সুবিধা ভোগীর সংখ্যাও। সামাজিক নিরাপত্তা খাতে মোট বরাদ্দ ১৩ হাজার ৭০৯ কোটি টাকা বাড়িয়ে, ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকা করার প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী। যা বাজেটের ১৬ দশমিক ৮৩ শতাংশ।
বেকারের মিছিলে প্রতিবছরই যোগ হন ২০-২২ লাখ মানুষ। এবার বাড়তি মাথা ব্যাথার কারণ, নতুন কাজ হারানোরা। এডিবির বরাতে অর্থমন্ত্রী তার বক্তব্যেই জানিয়েছেন, এ সংখ্যান ১৪ লাখের মতো। কিন্তু তাদের কর্মসংস্থান তৈরিতে নেই সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা।
খাদ্য নিরাপত্তা, কৃষি, মৎস ও প্রাণসিম্পদ খাতে ২২ হাজার ৪৮৯ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। যা চলতি অর্থবছরে ছিল ২১ হাজার ৪৮৪ কোটি টাকা।

তথ্যসূত্রঃ চ্যানেল২৪

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...