ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - একজন বিবাহিত মহিলার যে চারটি গুণ থাকা আবশ্যক

একজন বিবাহিত মহিলার যে চারটি গুণ থাকা আবশ্যক

একজন বিবাহিত মহিলার নিন্মেক্ত চারটি গুণ থাকা আবশ্যক।
১.লজ্জাঃ হযরত আবু বকর রাঃ বলেছেন যে, পুরুষের জন্যে লজ্জা ভালো। মহিলাদের জন্যে বেশী ভালো।
২. মিষ্টি ভাষাঃ স্বামী এবং তার মাতা-পিতার সাথে সব সময়ে মিষ্টি কথা বলা। মন্দভাষী মহিলারা কখনো শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারে না। যে মহিলা ভালোবাসার দৃষ্টিতে তার স্বামীর প্রতি তাকায় তার পরিবার সুখময় হয়।
৩.মন ও মেজাজ ভালো রাখা এবং পরিবারের উন্নয়নমূলক কাজে ব্যাপৃত থাকা।
৪. ধর্মীয় অনুশাসন মেনে চলা। যে মহিলার মধ্যে এ গুণগুলো বিদ্যমান থাকবে, সে শ্রেষ্ঠ স্ত্রী হিসেবে জীবন যাপন করতে সক্ষম হবে। খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাঃ বলেছেন, যে মহিলা নিজে কোন পুরুষের প্রতি তাকায় না এবং কোন পুরুষ তাকে দেখতে পায় না, সেই শ্রেষ্ঠতম মহিলা।

লেখক
নূর হোসাইনমোল্লা
অবসরপ্রাপ্তপ্রধানশিক্ষক
গুলিশাখালীজিকেমাধ্যমিকবিদ্যালয়

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...