ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - ভাণ্ডারিয়ায় এসএসসি ফলাফল সন্তোষজনক না হওয়ায় পরীক্ষার্থীর আত্মহত্যা

ভাণ্ডারিয়ায় এসএসসি ফলাফল সন্তোষজনক না হওয়ায় পরীক্ষার্থীর আত্মহত্যা


অনলাইন ডেস্কঃ :পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এসএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হওয়ায়
মনোকস্টে আরিফা আক্তার(১৬)নামে এক এসসি পরীক্ষার্থী আত্মহত্যা
করেছে। রবিবার দিনগত গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু
ঘটে।
মৃত স্কুল ছাত্রী আরিফা উপজেলার রাজপাশা গ্রামের মো. আনিস
হাওলাদার এর মেয়েছে। সে স্থানীয় রাজপাশা মাধ্যমিক বিদ্যালয় হতে মানবিক
বিভাগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানাগেছে, স্কুল ছাত্রী আরিফা মানবিক
বিভাগে এসসি পরীক্ষায় অংশ নেয়। ফলাফল প্রকাশিত হলে সে ৩.৫০ পয়েন্ট
পেয়ে উত্তীর্ণ হয়। তবে সে পরীক্ষায় আরও ভালো ফলাফল আশা করেছিলো। ফলাফল সন্তোষজনক না হওয়ায় সে মনোকস্টে রবিবার দুপুরে ঘরে রক্ষিত কীটনাশ
ফুরাডন পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের স্বজনরা তাকে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসায় কিছুটা সুস্থ হলে
তাকে স্বজনরা বাড়িতে নিয়ে যান। পরে রাত নয়টার দিকে আরিফা বাড়িতে
বসে আবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাবে পুনরায় স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্কুল ছাত্রী আরিফার মা শারমীন বেগম জানান, তার মেয়ে লেখাপড়ায় ভালো
ছিলো। পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে। কিন্তু ফলাফল তারআশানুরুপ না হওয়া
মনোকস্টে বিষ পান করেছে।
আরিফার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত
বলেন, আরিফা লেখাপড়ায় ভালো ছিলো । তার ফলাফল সন্তোষজনক হওয়ার কথা
ছিলো। বিষয়টি বেদনাদায়ক। তিনি আরও জানান আজ সোমবার সকালে
আরিফার গ্রামের বাড়ি মসজিদ মাঠে জানাযা শেষে তার লাশ পারিবারিক
কবরস্থানে দাফন করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...