ব্রেকিং নিউজ
Home - উপকূল - কাউখালীতে ডোবা থেকে পান চাষীর লাশ উদ্ধার

কাউখালীতে ডোবা থেকে পান চাষীর লাশ উদ্ধার


অনলাইনেই ডেস্কঃ পিরোজপুরের কাউখালীতে বাবু লাল সমদ্দার(৫৫) নামে এক পান চাষীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকাল সাড়ে আটটার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি পান বরজের পাশে ডোবা থেকে ওই পান চাষীর লাশ উদ্ধার করা হয়। সে কচা নদীতে গোসল করতে গিয়ে শনবিার দুপুর থেকে নিখোঁজ ছিলো। নিহত বাবুল লাল সমদ্দার উপজেলার বেকুটিয়া গ্রামের মৃত যতীন্দ্র নাথ সমদ্দার এর ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাবু লাল সমদ্দার পানের বরজে কাজ শেষে ঘওে ফেরেন। পরে কচা নদীতে গোসল করার কথা বলে ঘর থেকে বের হন। দুপুর গড়িয়ে বিকেল নামলেও সে আর বাড়িতে ফেরেনি। স্বজনরা নদীর ঘাটে তাকে খুঁজে পাননি। স্থানীয়রা নদীতে জাল ফেলে কচা নদীতে খোজ করতে থাকে । সন্ধ্যায় খবর পেয়ে কাউখালী ফায়ার সার্ভিস এর ডুবুরী দল কচা নদী বক্ষে অভিযান চালালেও সন্ধান মেলেনি। প্রতিবেশীরা আজ রবিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী পান বরজের কাছে একটি ডোবায় তাকে বাবুল লালকে মৃত অবস্থায় পরে থাকতে দেখে থানায় খবর দেয়। পওে পুলিশ ঘটনাস্থল হতে ওই কৃষকের লাশ উদ্ধার করে। স্থানীয়দের ধারনা পানের বরজের ও ডোবার পাশে ঘূর্ণিঝড়ে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে সে মারা যেতে পারে।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, ওই পান চাষি ঝড়ে বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে মারা যেতে পারেন বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। লাশ উদ্ধার কওে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ব্যাপাওে কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা
হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...