ব্রেকিং নিউজ
Home - উপকূল - বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস ১০ম ব্যাচের বিচারকবৃন্দের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস ১০ম ব্যাচের বিচারকবৃন্দের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস ১০ম ব্যাচের বিচারকবৃন্দের উদ্যোগে চট্টগ্রাম, পিরোজপুর, ভোলা, মাদারীপুর, কিশোরগঞ্জ, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় Covid-19 এর প্রাদুর্ভাবে বিপর্যস্ত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। কার্যক্রমের অংশ হিসেবে আজ পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজলায় উপহারভোগী পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেয়া হয়। প্রতিটি পরিবারের জন্য চাল, ডাল, আলু, পিঁয়াজ, তেল, চিনি, সেমাই, দুধ ও সাবান দেয়া হয়। এ সম্পর্কে বিচার বিভাগ, পিরোজপুর এ কর্মরত বিজ্ঞ বিচারক (সহকারী জজ) কামরুল আজাদ বলেন, ” আদালতে নিয়মিত বিচারিক কার্যক্রমের পাশাপাশি আমরা ১০ম ব্যাচের পক্ষ থেকে দেশব্যাপী উপহার বন্টনের মানবিক কর্মসূচী হাতে নিয়েছি মানুষের জন্য। আমরা এ ধরনের কার্যক্রম ইতোপূর্বেও একাধিকবার সম্পন্ন করেছি।” উল্লেখ্য, আদালতের কার্যক্রম বছরব্যাপী চলতে থাকে। সরকারি ছুটিতেও বিজ্ঞ বিচারকবৃন্দ কর্মরত থাকেন নিজ নিজ কর্মস্থলে। বিচারিক কার্যক্রমের পাশাপাশি দেশের সকল সংকটে বিজ্ঞ বিচারকবৃন্দ সবসময়েই এগিয়ে এসেছেন এমন উল্লেখ করে উপহার বন্টন কার্যক্রমের বরিশাল আঞ্চলিক সমন্বয়ক বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির মোঃ খালিদ বলেন, ” বর্তমান পরিস্থিতির শুরুতেই জুডিসিয়াল সার্ভিসে কর্মরত বিচারকবৃন্দ তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে উপহার দিয়েছেন। এবার আমরা ১০ম ব্যাচের বিচারকবৃন্দ নিজেদের উদ্যোগে পুনরায় সংকটাপন্ন পরিস্থিতিতে দেশব্যাপী ঈদ উপহার বন্টনের কর্মসূচি হাতে নিয়েছি। ” এ প্রসঙ্গে বরিশাল জেলায় কর্মরত বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মওদুদ আহমেদ বলেন, “আমরা বিচরকরা শুধু করোনাকালীন সংকট নয়, শুরু থেকেই দেশের যেকোনো সংকটে সম্মিলিতভাবে এবং যার যার অবস্থান থেকে একক ভাবেও সকল মানবিক কাজে এগিয়ে এসেছি এবং ভবিষ্যতেও সকল মানবিক উদ্যগে সচেষ্ট থাকব।” উল্লেখ্য, জাতীর এই ক্রান্তিকালে পেশাগত দায়িত্ব পালনকালীন নেত্রকোনা জেলার সকলের শ্রদ্ধাভাজন মাননীয় জেলা ও দায়রা জজ জনাব শাহজাহান কবির স্যার এবং মুন্সীগঞ্জ জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জানাব রোকেয়া রহমান স্যার করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন। তাদের রোগমুক্তির জন্য ১০ম ব্যাচের বিচারকবৃন্দ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...