ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে ভাইকে কুপিয়ে বোনকে গন ধর্ষন

পিরোজপুরে ভাইকে কুপিয়ে বোনকে গন ধর্ষন

 

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে ভাইকে কুপিয়ে আহত করে বোনকে গনধর্ষন করেছে সন্ত্রাসীরা । ঘটনাটি ঘটেছে শুক্রবার (২২ মে) রাতে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতী গ্রামে। ধর্ষিতা (২৪)ও হামলায় গুরুতর আহত ভাই (২২) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিয়ালকাঠী ৮নং জোলাগাতী ওয়ার্ডের ইউপি সদস্য মামুন হোসেন জানান, ওই রাতে স্থাণীয় নুরে আলম নামের এক ব্যাক্তি তাকে ফোন করে ভাইকে কুপিয়ে আহত করে বোনকে গনধর্ষণের খবর দেন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে শিকদার বাড়ি সংলগ্ন একটি ব্রীজের কাছে এনে রাখেন। তিনি বোনকে অজ্ঞান অবস্থায় ও ভাইকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তারা পেশায় মৎস্য জীবী।
হামলায় আহত ভাই জানান, শুক্রুবার রাতে ওই গ্রামের মহারাজ হোসেনের বাড়িতে মাছ দিয়ে ফেরার সময় তার (মহারাজ) শ্বশুড় এছাহাক শিকদারের বাড়ির কাছে পৌঁছলে স্থাণীয় ৬/৭জন দুর্বৃত্ত তার বোনকে তুলে নিতে চায়। এতে বাধা দিলে হামলাকারী স্থাণীয় মোজাম্মেল বয়াতীর ছেলে জামাল বায়াতী (২৮), মোসলেম শিকদারের ছেলে জিয়াদুল শিকদার (২৫), শাহীন হাওলাদারের ছেলে আবু বক্কর ছিদ্দিকী (২৪)ও মাহাবুব শিকদারের ছেলে মিজান শিকদার (২৬) ও হক মৃধার ছেলে ইব্রাহিম মৃধা (২৩)তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে রাস্তায় ফেলে রেখে যায় । এসময় তাদের সাথে থাকা মোসলেম গাজীর ছেলে কামাল গাজী (৩৫)ও আকব্বর আলী হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার (২৫) এ ২জনে তার বোনকে ধরে নিয়ে গিয়ে গন ধর্ষন করে। পরে স্থানীয়রা বোনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ২ ভাই-বোনকে হাসপাতালে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার সুভ্রত বিশ্বাস জানান, ওই নারীকে হাসপাতালে ভর্তি করার কিছু পর তার জ্ঞান ফেরে। তার ভাইর শরীরের ডান হাটু, ডান হাটুর নীচে ও বাম হাতের কনুই থেতলানো এবং মাথার উপরে ডান পাশে কাটা চিহ্ন পাওয়া গেছে।
থানা পুলিশের ওসি (তদন্ত) মো. রেজাউল করিম রাজিব জানান, ওই রাতের ২টার দিকে সরেজমিন পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগী স্বামী পরিত্যক্তা ওই নারীকে মেডিকেল টেষ্টের জন্য পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনার সাথে জড়িত কামাল গাজী স্থানীয় শীর্ষ সন্ত্রাসী। তার নামে কয়েকটি মামলা রয়েছে। তাদেরকে ধরার চেষ্টা অব্যহত আছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...