ব্রেকিং নিউজ
Home - উপকূল - ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে মঠবাড়িয়া উপজেলা প্রশাসন

ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে মঠবাড়িয়া উপজেলা প্রশাসন


অনলাইন ডেস্কঃ ইউয়োনো মঠবাড়িয়া এর অফিশিয়াল ফেসবুক একাউন্টে ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় এই বিশেষ বার্্তা প্রকাশ করা হয়ঃ

অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান মঙ্গলবার শেষ রাত হতে বুধবার বিকাল/ সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অঞ্চল অতিক্রম করতে পারে। তাই উপকূলীয় অঞ্চলে ৭ নম্বর পুনঃ ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এসময় পূর্ব প্রস্তুতি হিসেবে
১. মঠবাড়িয়া উপজেলার সকল সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে।
২. এছাড়াও সকল প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়সমূহ আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হলো।
৩. সিপিপির সহযোগিতায় মাইকিং করার জন্য অনুরোধ জানানো হলো ।
৪. সকল মসজিদের মাধ্যমে মাইকিং করানোর জন্য ইসলামিক ফাউণ্ডেশন এবং সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণকে অনুরোধ জানানো হলো।
৫. পর্যাপ্ত শুকনো খাবার এর ব্যবস্থা করার জন্য সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণকে অনুরোধ জানানো হলো।
৬. এই করোনাকালীন সবাইকে অন্য যেকোন দুর্যোগের চেয়ে বেশি সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হলো।
৭. সাইক্লোন শেল্টার এ সবাইকে মাস্ক পরে আসার জন্য অনুরোধ করা হলো।
৮. গৃহপালিত পশুর নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রাণিসম্পদ বিভাগকে অনুরোধ করা হলো।
৯. ইউনিয়ন প্রতি মেডিকেল টিম গঠনের জন্য স্বাস্থ্য বিভাগকে অনুরোধ করা হলো।
১০.কৃষি বিভাগকে কৃষি সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হলো।
১০. জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগকে সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হলো।
১১. পল্লী বিদ্যুত বিভাগকে দুর্যোগকালীন যেকোন ক্ষতিগ্রস্থ সংযোগ দ্রুত সংস্কারের জন্য অনুরোধ করা হলো।
১২. বন বিভাগকে ঝড়ে ক্ষতিগ্রস্থ গাছ জরুরীভিত্তিতে অপসারণের জন্য অনুরোধ করা হলো।
১৩. দুর্যোগকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অফিসার ইনচার্জ, মঠবাড়িয়া কে অনুরোধ করা হলো।
আসুন আমরা সবাই এই দুর্যোগের সময় একে অপরের সহোযোগী হয়ে থাকি। করোনার বিষয়ে সবাই সচেতন থাকি। সহযোগিতার পরিবেশ থাকলে অনেক বড় সংকট খুব সহজেই মোকাবিলা করা সম্ভব। মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি যেন আমরা অতি শীঘ্রই এই দুঃসময় কাটিয়ে উঠতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...