ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - টিকিকাটা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের অভিযোগ

টিকিকাটা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের অভিযোগ

মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে টিকিকাটা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে ফিল্মী স্টাইলে অপহরণ করে মারধর করে সংশ্লিষ্ট চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বানচালের অপচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। পৌর শহরের সড়কে এ ঘটনা ঘটে। উপজেলার ৬নম্বর টিকিকাটা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোশারেফ সাকুকে মনোনয়নপত্র জমাদানে বিরত রাখতে প্রতিপক্ষ আ.লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম রিপন জমাদ্দারের সমার্থকরা এ অপহরণ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে আ.লীগ প্রার্থী বিষয়টি স্বতন্ত্র প্রার্থীর সাজানো নাটক বলে দাবি করেছেন।
স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোশারেফ শাকু সাংবাদিকদের কাছে জানান, গতকাল সোমবার সকাল ১০টায় মনোনয়নপত্র জমাদানের উদ্দেশ্যে রওয়ানা হলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা আ,লীগ প্রার্থী রিপন জমাদ্দারের ৮/১০ জনের একটি কর্মী বাহিনী ফিল্মিস্টাইলে পৌর ভবনের সম্মূখ সড়ক থেকে স¦তন্ত্র প্রার্থীকে মারধর করে তার মনোনয়নপত্র, ছবি, মটরসাইকেলের চাবি ছিনিয়ে নিয়ে তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে আটকে রাখা হয়। বিষয়টি অপহৃত স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা অপহরণের বিষয়টি প্রশাসনকে অবহিত করলে পুলিশী তৎপরতার মুখে দুপুর ১টার দিকে অপহরণকারীরা ওই স্বতন্ত্র প্রার্থীকে শহরের কলেজ পাড়া এলাকায় ছেড়ে দেওয়া হয়। খবর পেযে মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান অপহৃত স্বতন্ত্র প্রার্থীকে উদ্ধার করে মনোনয়নপত্র দাখিলে সহযোগিতা দেন।
এ ব্যাপারে অভিযুক্ত আওয়ামীলীগ দলীয় প্রার্থী রফিকুল ইসলাম রিপন জমাদ্দার সাংবাদিকদের কাছে এ অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তাঁকে হেয় প্রতিপন্ন করার জন্য প্রতিপক্ষ প্রার্থী এ অপহরণের মিথ্যা নাটক সাজিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম ফরিদ উদ্দিন অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে মনোনয়নপত্র দাখিলে বাঁধা দিতে অপহরণ করার বিষয়টি মোবাইল ফোনে জানতে পারি। তাৎক্ষনিক ওই প্রার্থীকে উদ্ধারে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলাহয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকর মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে মৌখিক খবর পেয়ে ওই প্রার্থীকে উদ্ধারে তৎপরতা চালানো হয়। ভূক্তভোগী প্রার্থী লিখিত অভিযোগ দায়ের করলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...