ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - সামাজিক অবক্ষয়

সামাজিক অবক্ষয়


সামাজিক অবক্ষয় বলতে বুঝি এমন এক অবস্হা যা সমাজের মানুষকে সামাজিক মূল্যবোধ ও প্রথার পরিপন্হী কাজের দিকে ধাবিত করে,যা সমাজের অধিকাংশ মানুষের স্বাভাবিক জীবনযাএা ব্যাহত করে। আধুনিক সামাজের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে সামাজিক অবক্ষয়। এ অবক্ষয় বর্তমানে প্রকট আকার ধারণ করেছে। অণু পরিবার, বিবাহ বিচ্ছেদ, পরকীয়াএবং অবৈধ সন্তানের জন্ম, মাদকাসক্তি ইত্যাদি স্বভাবতই পরিবারের ভিত্তিমূলে নাড়া দিয়েছে। দুশ্চিন্তা, মনোকষ্ট, অসুখ,চিন্তা আর অব্যবস্হাপনা বহু মানুষের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে। নৈতিক গুনাবলীর অনুপস্হিত লোকেরা বিশেষ করে যুবক সমাজ নৈরাশ্য থেকে মুক্তি খুজতে গিয়ে মাদকের নেশার পাকে ডুবে গিয়েছে।আর যারা এ সর্বনাশা মাদকের বেড়াজাল থেকে মুক্তির আশা হারিয়েছে, তারা আত্মহননের পথ বেছে নিয়েছে।
সামাজিক অবক্ষয়ের একটি মারাত্মক চিহ্ন হচ্ছে অসামাজিক কার্যকলাপের বহুল প্রচলন। Youth Development গ্রন্হে বলা হয়েছে যে, ” The decadence of the youth is due to the environmental reflection, bad effects of science and Technology , state’s apathy and above all, family’s indifference.” অপরাধ প্রবনতার ভীতিকর বিস্তৃতিই সমাজ বিজ্ঞানীদেরকে বিস্মিত করেছে। জাতি সংঘের অপরাধ প্রশমন কেন্দ্র কর্তৃক প্রস্তুত ” সার্বজনীন অপরাধ ও বিচার ” নামক রিপোর্ট সমগ্র বিশ্বব্যাপী অপরাধের সাধারণ চিএ তুলে ধরেছে।
১। বর্তমানে অপরাধের হার ক্রমশই বেড়ে চলছে।
২। বিশ্বব্যাপী প্রতি ৫ জনের মধ্যে ১ জন বড় ধরনের অপরাধ যেমন- ডাকাতি,যৌন হয়রানী,শারীরিক আক্রমণ,খুন- খারাপ ইত্যাদিতে জড়িয়ে পড়ছে।
৩। মাদক দ্রব্যাদির প্রকার ও ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
৪। যুব সমাজ কর্তৃক সংঘটিত অপরাধের সাথে অর্থনৈতিক সংশ্লেষ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
আমাদের দেশে সুদ, ঘুষ আর বিদেশে অর্থ পাচার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এদেশে ঘুষ এখন সাধারণ রেওয়াজে পরিণত হয়েছে। ঘুষ ছাড়া অফিস -আদালতে ফাইল নড়াচড়া করে না।আমাদের নবী হযরত মুহাম্মাদ সঃ বলেছেন, যে সমাজে ঘুষ লেনদেন প্রসার লাভ করে সে সমাজে ভীতি আর সন্ত্রাস সৃষ্টি হয়ে থাকে ( মুসনাদে আহমাদ) । তিনি আরো বলেছেন যে, ঘুষদাতা আর ঘুষ গ্রহণকারী উভয়ই জাহান্নামী ( তাবারানী)। পরিতাপের বিষয়, আমাদের সাবেক অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঘুষকে স্পীড মানি বলেছেন।ঘুষ দিলে অফিস – আদালতে কাজের গতিশীলতা বৃদ্ধি পায়। ধিক সাবেক অর্থ মন্ত্রীকে।
অধিকাংশ মানুষ আজ ধর্মের পথ থেকে সরে গিয়ে নৈতিক মূল্যবোধকে বেমালুম ভুলে গিয়েছে।আমাদের দেশে অসৎ লোকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বিশ্বাসভাজন লোকের সংখ্যা হ্রাস পেয়েছে , দূর্নীতি আর খুন- খারাপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব থেকে বেড়িয়ে আসতে হবে।নচেৎ অদূরভবিষ্যতে দেশ এক ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হবে। এ বিপর্যয় থেকে রক্ষা পেতে হলে রাষ্ট্র ও সমাজকে দ্রুত কার্যকরী ব্যবস্হা গ্রহণ করতে হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত বাণী উল্লেখ করে শেষ করছি—
উষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটাব তিমির রাত,
বাধার বিন্ধ্যাচল।
আল্লাহ হাফিজ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...