ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - দুঃখী মানুষের মানচিত্র

দুঃখী মানুষের মানচিত্র


🔻
পঞ্চাশোর্ধ গৃহবধূ নাসিমা বেগম এর বড় কস্ট। সর্বনাশা আগুন তার জীবন দগ্ধ করে দিয়েছে। সেই আগুনে পুড়েছে ছেলে মাসুম হাওলাদার(২২) । আগুনে পুড়েছে মা ও ছেলের শরীর। এই দুঃসহ জীবনের খবর আমার অজানা ছিলো। অসুস্থ গৃহবধূর কৃষক স্বামী বেলায়েত হাওলাদার কোথা থেকে যেন আমার নম্বর জোগার করেছেন। আজ সকালে অসহায় তিনি আমায় ফোন করে কেঁদে ফেলেছেন। সর্বনাশা আগুন তার পরিবারকে কিভাবে তছননছ করে দিয়েছে। করোনার সংকটের শুরু থেকে কাজ কর্ম নাই। তিনবেলা আহার চলে অতি কস্টে। কাজ নাই সেই সাথে আগুনে দগ্ধ স্ত্রী সন্তানের চিকিৎসা চলছেনা। অসহায় গৃহকর্তার জীবন সংসারে এখন ভিষণ হাহাকার টের পাই আমি। দুঃসহ জীবন যন্ত্রণায় ঘরবন্দী জীবন।
১৯ আগস্ট সকাল ৭টার দিকে আগুন দুর্ঘটনা দরিদ্র পরিবারটির জীবনকে অসহনীয় করে তুলেছে। কয়েকদিন আগে গোয়ালের গরু গুলোকে খাবারের পাত্রের জন্য একটি প্লাস্টিকের ড্রাম কিনে আনেন কৃষক বেলায়েত। ঘটনার দিন সকাল ৭টার দিকে স্ত্রী আর আর সন্তান মিলে রান্নাঘরে চুলার আগুনে রুটি ভাজ ছিলেন। পাশেই বাজার থেকে আনা প্লাস্টিকের ড্রামটি কেটে গরুর জন্য পাত্র বানাতে ব্যস্ত বেলায়েত। ড্রাম কাটার সময় হঠাৎ ড্রামের ভেতর থেকে ফস করে গ্যাস বের হয় । ওই গ্যাস ছড়িয়ে চুলার আগুন ছড়িয়ে পড়ে রান্নাঘরে । আগুনে পোড়ে স্ত্রী নাসিমা আর ছেলে মাসুম। আগুনে মারাত্মক দগ্ধ হয় তারা। আর্ত চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। আহত দুই জনকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক আহত দুইজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে একমাস চিকিৎসা শেষে বাড়ি ফেরেন মা ও সন্তান। শরীরের ক্ষত আর যন্ত্রণা তবু শেষ হয়না।
স্ত্রী ও সন্তানের চিকিৎসায় এখন সর্বশান্ত কৃষক বেলায়েত। গোয়ালের গরু বিক্রি আর ধার দেনায় চিকিৎসা কতদিন আর চলে। অর্থ কস্টে চিকিৎসা না পেয়ে এখন বাড়িতে কাতরাচ্ছেন তারা।
করোনায় ঘরবন্দী কৃষকের পরিবারটিকে আরও বিপাকে ফেলে দিয়েছে। কর্মহীন দুর্ভাগা পরিবারটি ত্রাণ সহায়তা হিসেবে কেবল স্থানীয় টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন এর দেওয়া সাত কেজি চাল, এক কেজি আলু আর এক কেজি ডাল মিলেছে।
দুর্গত কৃষকের পরিবারের আগুনে দগ্ধ দুইজনের চিকিৎসা নেই। জীবন করোনা দুর্গত মহা কস্টে জীবন কাটছে পরিবারটির।

মঠবাড়িয়া উপজেলা প্রশাসন আর মানবিক মানুষের সহায়তা প্রয়োজন। অসহায় পরিবারটির পাশে দাড়ানোর জন্য বিনীত আবেদন জানাই।
🌿
বেলায়েত হোসেন হাওলাদার
গ্রাম- পূর্ব সেনের টিকিকাটা
ইউনিয়ন- টিকিকাটা
মঠবাড়িয়া পিরোজপুর।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...