ব্রেকিং নিউজ
Home - উপকূল - বাংলাদেশ নদী বন্ধু সমাজ এর কমিটি গঠিত প্রাণকৃষ্ণ আহবায়ক, দেবদাস সদস্য সচিব

বাংলাদেশ নদী বন্ধু সমাজ এর কমিটি গঠিত প্রাণকৃষ্ণ আহবায়ক, দেবদাস সদস্য সচিব

পিরোজপুর প্রতিনিধিঃ অনলাইন ভিত্তিক পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ নদী বন্ধু সমাজ এর আহŸায়ক কমিটি গঠিত গঠিত হয়েছে। এসো নদীর বন্ধু হই, নদী সুরক্ষায় ব্রতী রই – এ বক্তব্য সামনে রেখে সম্প্রতি এ সংগঠনটি কতিপয় পরিবেশ কর্মী মিলে অনলাইনে সংগঠনটি গড়ে তোলেন। আজ সোমবার এ সংগঠনি সাত সদস্যের আহŸায়ক কমিটি গঠন করেছে। এতে প্রভাষক প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত আহŸায়ক ও সাংবাদিক ও আলোকচিত্রী দেবদাস মজুমদার কে সদস্য সচিব করে সাত সদস্যের আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যন্য সদস্যরা হলেন, কমিটির অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে যুগ্ম আহবায়ক অধ্যাপক জহির উদ্দিন মো. বাবর, যুগ্ম আহবায়ক অধ্যাপক মাহমুদা বেগম, সদস্য অধ্যাপক মো. জাকির হোসেন, সদস্য অধ্যাপক সুপ্রভাত মজুমদার ও সদস্য সিনিয়র শিক্ষক শামীমা সুলতানা।

সংগঠনটি উপকূলের নদী সুরক্ষায় মানুষকে সম্পৃক্ত করতে জনহিতকর পরিবেশ বিষয়ক নানা কর্মপরিকল্পনা গ্রহণ করবে বলে সংগঠন সূত্রে জানাগেছে।

বাংলাদেশ নদী বন্ধু সমাজ এর আহŸায়ক প্রভাষক প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত বলেন, বাংলাদেশের প্রাণের স্পন্দন আমাদের নদী। নদী আমাদের জাতীয় সত্ত¡ার এক অনবদ্য অংশ। নদীকে বাঁচিয়ে রাখা তথা এর গতিধারা বাঁধাহীন চলমান রাখা নদীমাতৃক বাংলাদেশের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। পরিবেশ ভাবনার তরুণদের নদী সুরক্ষায় বা এর সংরক্ষণে সম্পৃক্ত করে নদীর নানা কর্মসূচি হাতে নেবে। বিশেষ করে সংগঠনটি নদী ভ্রমণ, সরেজমিনে নদী পরিদর্শন, নদীর অর্থনৈতিক ও পর্যটন গুরুত্ব বিশ্লেষণ , নদী বিষয়ে নদী পারের মানুষের সাথে তথ্যের আদান প্রদান , নদী পারের মানুষ ও তরুণ প্রজন্মকে সচেতন করা ইত্যাদি কর্মকাÐ পরিচালনা করবে। কেননা নদী বাংলাদেশের জীবন রেখা । নদী বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। নদী বাঁচলেই প্রাণের অস্থিত্ব টিকে থাকবে। সভ্যতা ও সংস্কৃতি টিকে থাকবে। অবহেলিত নদী কেন্দ্রিক মানুষ, জলচর ও জল নির্ভর প্রাণ বৈচিত্র্য সেবা ও বিরূপ পরিবেশ থেকে নিরাপদ-বাসযোগ্য আশ্রয় পাওয়ার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নদী বন্ধু সমাজ বি ত মানুষের পক্ষে কথা বলার একটি প্লাট ফরম।

সামাজিক সাইটে যুক্ত হতেঃ https://www.facebook.com/groups/528488571425913/

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...