ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - রুমানা রুমা’র শব্দাবলী

রুমানা রুমা’র শব্দাবলী

এ যাত্রায় বেঁচে গেলে
কারো বাঁচায় বাঁধা হবো না!
এ যাত্রায় বেঁচে গেলে
নিন্দুকের বন্ধু হবো না!
এ যাত্রায় বেঁচে গেলে
বাস্তব ভুলে অলীকে হারাবো না!

এ যাত্রায় বেঁচে গেলে
ভালোবাসার প্রতিদান চাইবো না!
এ যাত্রায় বেঁচে গেলে
অভিমানের পাহাড় গড়বো না!
এ যাত্রায় বেঁচে গেলে
ঘৃণা ভালোবাসার তুলনা করবো না!

এ যাত্রায় বেঁচে গেলে
অসৎ পথের পথিক হবো না!
এ যাত্রায় বেঁচে গেলে
মরার মত বেঁচে থাকবো না!
এ যাত্রায় বেঁচে গেলে
শত্রু হয়ে প্রতিকূল পরিবেশ বানাবো না!

#এ যাত্রায় যাই যদি বেঁচে
খাঁচার পাখি মুক্ত করবো!
এ যাত্রায় যাই যদি বেঁচে
অনাহারীর মুখে একমুঠো ভাত তুলে দিবো!
এ যাত্রায় যাই যদি বেঁচে
জুলুম অত্যাচার ভুলে যাবো,সমাজটাকে শান্তি দিবো!

এ যাত্রায় যাই যদি বেঁচে
মিথ্যে অঙ্গিকারের প্রথা ভাঙবো!
এ যাত্রায় যাই যদি বেঁচে
ধর্মকে হাতিয়ার করে রক্তযুদ্ধ বন্ধ করবো!
এ যাত্রায় যাই যদি বেঁচে
লোকঠকানোর রাজনীতির মনোভাব পাল্টে দিবো!

এ যাত্রায় যাই যদি বেঁচে
পাঁচ মহাদেশ এক করে “মানবিক” পৃথিবী নাম দিবো!
এ যাত্রায় যাই যদি বেঁচে
দূষণমুক্ত পৃথিবী গড়বো!
এ যাত্রায় যাই যদি বেঁচে
প্রতি ইঞ্চি জমি চাষ করবো,ফুলে-ফলে ভরিয়ে তুলবো!

এ যাত্রায় যাই যদি বেঁচে
খাদ্যের অপচয় বন্ধ করবো!
এ যাত্রায় যাই যদি বেঁচে
গৃহহীনের মাথার উপর ছাদ দিবো!
এ যাত্রায় যাই যদি বেঁচে
ধনী-গরীব শব্দদুটো এক সুতোয় বাঁধবো !

এ যাত্রায় যাই যদি বেঁচে
অন্যের দোষ-ত্রুটি খোঁজা বন্ধ করবো!
এ যাত্রায় যাই যদি বেঁচে
নয়নদুটো মেলে ধরবো, সুন্দরকে বন্দী করবো!
এ যাত্রায় যাই যদি বেঁচে
সৃষ্টিকর্তাকে ভুলে যাবো না, ভুল-ত্রুটির ক্ষমা চাইবো!

আর যদি না-ই বাঁচি! আর যদি না-ই থাকি
পরের জন্মে সব না পাওয়াকে, না পারাকে, না ছোঁয়াকে ইচ্ছে মত জয় করবো..! ইচ্ছে মত পূরণ করবো…!

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...