ব্রেকিং নিউজ
Home - উপকূল - মঠবাড়িয়া উপজেলাকে পুরোপুরি লক ডাউন ঘোষনা

মঠবাড়িয়া উপজেলাকে পুরোপুরি লক ডাউন ঘোষনা

করোনা ভাইরাসের সংক্রামন থেকে মঠবাড়িয়া উপজেলাকে নিরাপদ রাখতে আগামীকাল বুধবার থেকে মঠবাড়িয়ার পুরো উপজেলাকে লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন৷

আজ মঙ্গলবার উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল বুধবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ উপজেলাটি লকডাউনের আওতায় থাকবে বলে সিদ্ধান্ত নেয়া হয়৷ আগামীকাল উপজেলার বান্ধবপাড়া, ঝাউতলা, বাবুরহাট, মাছুয়া ফেরিঘাট, ভগিরথপুর বাজার, দাউদখালি নতুনবাজার, কুমিরমারা বাজার, দধিভাংগা এলাকা ও শহরের গুরুত্বপূর্ণ প্রবেশ পথের বর্ডারগুলোকে সীল করা হবে৷

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেক পয়েন্টে প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ২ জন আনসার সদস্য ও ২ জন গ্রাম পুলিশ দায়িত্ব পালন করবে। তাদের সাথে প্রতিটি পয়েন্টে ০১ টি স্প্রে মেশিন থাকবে। যাতে মঠবাড়িয়াতে প্রবেশকারীদের জীবানুমুক্ত করে প্রবেশে করানো যায়৷

উল্লেখ্য করোনা মোকাবেলায় দেশকে আংশিক বা পুরোপুরি লক ডাউন এবং জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...