ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় আসামী আওয়ামীলীগ নেতাকে পুলিশ আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ

মঠবাড়িয়ায় আসামী আওয়ামীলীগ নেতাকে পুলিশ আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় থানা পুলিশ একটি মামলার এজাহারভূক্ত আসামী মিরুখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বজলুর রহমানকে আটক করে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে মিরুখালী বাজার থেকে তাকে আটক করে বাজার থেকে দুই কিলোমিটার দুরে নিয়ে রহস্যজনক কারনে ছেড়ে দেয়া হয় । তবে এ ব্যপারে আ’লীগ সভাপতি বজলুর রহমান আটক নয় দাবি করে বলেন, পুলিশ আমাকে মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে ।

এলাকা সূত্রে জানাযায়, উপজেলার মিরুখালী বাজারের আওয়ামীলীগ নেতা বজলুর রহমানের অনুসারীদের একটি চাঁদা বাজি মামলায় স্থানীয় যুবক মামুন জমাদ্দার স্বাক্ষী হন। এঘটনার জের ধরে গত ১মে ২০১৭ বজলুর রহমানের নির্দেশে এবাদ আলী, মাহাবুব খলিফা ও তাদের দলবল স্বাক্ষী মামুনের ওপর হামরা চালিয়ে কুপিয়ে গুরুতর যখম করে। এঘটনায় মামুন জমাদ্দার বুধবার রাতে বজলুসহ ১৫জন ও অজ্ঞাত নামা আরও ১০জনকে আসামী করে একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করে।
মামলার বাদী আহত মামুন অভিযোগ করেন, আজ বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই ওসমান গনির নেতৃত্বে একদল পুলিশ ওই মামলায় আসামী আ’লীগ নেতা বজলুকে স্থানীয় মিরুখালী বাজার থেকে আটক করে দুই কিলোমিটার দূরে হারজী বাজারে নিয়ে রহস্যজনক কারনে তাকে ছেড়ে দেয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম বলেন. আ’লীগ নেতা বজলুর রহমানকে মামলার ঘটনার সাথে জড়িত কিনা তা যাছাই বাছাই করে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...