ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - আহাদ আহসানের শব্দাবলী

আহাদ আহসানের শব্দাবলী

মানুষ সময় ভুলে যায়, কারণে-অকারণে বদলায় সময়ের ভুল পরিক্রমায়

ইচ্ছাকৃত পাপ, ধর্মে লাথি, রক্তপাতের নেশায় মানুষ নিষিদ্ধ আনন্দ পায়

পাপ চলতে থাকে, চলতেই থাকে

একসময় অপরাধবোধের কালো ধোয়া নেমে আসে করোনা হয়ে।

করোনার ব্যথায় মানুষ ছটফট করতে থাকে

ভুলে যায় প্রিয়জন, রক্তজবা,

এমনি শেষবার প্রিয়তমার হাত ধরে ‘ভালোবাসি’ বলা টুকুও

হিমালয়ের ঠান্ডা বরফগলা বাতাসে মানুষের বোধ ফিরবে

মানুষ জানবে সে একা,

তার কেউ না ছিলো – না আছে পাপবোধ বন্ধ হবে,

মানুষের সচেতনতায় করোনা নিস্তেজ হবে।

কিন্তু কিছু অমানুষ বেঁচে থাকে,

করোনা, ব্যাধি অথবা সৃষ্টিকর্তাও তাদের ভয় দ্যাখাতে পারেনা

পাপ তাদের হৃদয়ে গেঁথে যায়, শয়তান তাদের ভয় পায়

পৃথিবী ধ্বংসলীলায় তারা বারবার মেতে উঠবে

মূলত না থামা এই অমানুষ গুলোই আস্ত ভাইরাস অথবা করোনা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...