ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - ভাণ্ডারিয়ার পোনা নদীতে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ

ভাণ্ডারিয়ার পোনা নদীতে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ

ভাণ্ডারিয়া প্রতিনিধি >

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বরিশাল-ঝালকাঠী-রাজাপুর- ভাণ্ডারিয়া- পিরোজপুর সড়কের (আর-৮৭০) ৪৬তম কিলোমিটারে ভাণ্ডারিয়া পৌর শহর সংলগ্ন ভাণ্ডারিয়া -নদমুলা পোনা নদীর ওপর পিসি গার্ডার সেতুর ভিত্তিপ্রস্তর নির্মাণ হচ্ছে আজ বৃহস্পতিবার(১৯ জানুয়ারী)। ২৪ কোটি ৭৯ লাখ ৩৯৬ টাকা প্রাথমিক ব্যয় ধরে পোনা নদীর উপর পিসি গার্ডার সেতু নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধান অতিথি পরিবেশ ও বন মন্ত্রী এবং জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।
পরে তিনি ভাণ্ডারিয়া শহর বাসস্ট্যান্ড কালিমা চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দোয়া মোনাজাত অনুষ্ঠানে অংশ নেবেন ।
উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, বরিশালের সাথে পিরোজপুর-ভাণ্ডারিয়া- মঠবাড়িয়া-পাথরঘাটাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের সড়কপথে কম সময়ে যাতায়াতের জন্য মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর অক্লান্ত পরিশ্রমে সেতুটি নির্মানের জন্য গত বছরের শেষের দিকে পরিকল্পনা মন্ত্রণালয় অর্থ বরাদ্ধ দেওয়া হয়। নতুন পিসি গার্ডার সেতু প্রকল্প সংলগ্ন স্টিল ব্রিজটি এরশাদ সরকারের সময় তৎকালীন সফল যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র প্রচেষ্টা নির্মাণ হয়ে ছিল। বর্তমানে নতুন ভারী যান চলাচলের উপযোগি সেতু নির্মাণ হলে দক্ষিণ উপকূলে সড়ক যোগাযোগ আরও সহজতর হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...