ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - বরিশাল বিভাগের প্রতিটি থানা দালালমুক্ত করে পুলিশের সর্বোচ্চ সেবা জনগণের জন্য নিশ্চিত করা হবে : পিরোজপুরে ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান

বরিশাল বিভাগের প্রতিটি থানা দালালমুক্ত করে পুলিশের সর্বোচ্চ সেবা জনগণের জন্য নিশ্চিত করা হবে : পিরোজপুরে ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান

 

মো. খালিদ আবু ,পিরোজপুর >
বরিশাল বিভাগের প্রতিটি থানা দালালমুক্ত পরিবেশ সৃষ্ঠি করে পুলিশ বাহিনীর সর্বোচ্চ সেবা জনগণের জন্য নিশ্চিত করব। জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে পুলিশের রয়েছে জিরো টলারেন্স। জনসাধারণের সহযোগিতায় এদেশ থেকে চিরতরে জঙ্গি নির্মূলে পুলিশের প্রতিটি সদস্য বদ্ধ পরিকর।

পিরোজপুরে এক জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সুধী সমাবেশে এ কথা বলেন, পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান। তিনি বলেন, আমরা সেই পুলিশের উত্তরসূরি যে পুলিশ ৭১’ এ পাকবাহিনীর কামানের সামনে বুক পেতে দাড়িয়ে ছিল এদেশের স্বাধীনতা অর্জনের মহান লক্ষ্যে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণার সাথে সাথে রাজারবাগের পুলিশ বাহিনী পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে রুখে দাড়িয়েছিল এবং অকাতরে প্রাণ দিয়েছিল।
আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান।
পিরোজপুরের পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন এর সভাপতিত্বে এ সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন মুহা. ফখরুল আলম, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল জলিল আকন, পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামন ফুলু,পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু প্রমুখ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...