ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগারে সাহিত্য আসর ও শিল্পী মনসুর আশিকের গান

মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগারে সাহিত্য আসর ও শিল্পী মনসুর আশিকের গান

সাংস্কৃতিক প্রতিবেদক >

পিরোজপুরের মঠবাড়িয়ার শেরে বাংলা সাধারণ পাঠাগারে নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরের চতুর্থ আসর আজ শুক্রবার বিকালে পাঠাগারের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ধারাবাহিক সাহিত্য আসর “সাপ্তাহিক পাঠচক্র” এর আজকের পর্বের বিষয় ছিলো পরিবেশ দূষিত রোধে আমাদের করণীয় ।

সাহিত্য আসরে মুক্তিযোদ্ধা মজিবুল হক মজনু , অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা সহ আরও অনেক সম্মানিত অথিতিরা উপস্থিত ছিলেন । এই আসরে বিশেষ অথিতি হয়ে এসেছিলেন উদীয়মান সঙ্গীত শিল্পী মনসুর আশিক ।

বিষয় ভিক্তিক আলোচনা পর যথাযোগ্য আনুষ্ঠানিকতার শেষের দিকে শিল্পী উপস্থিত সবাইকে তার মনোমুগ্ধকর সুরে মাতিয়ে তোলেন । পরবর্তীতে জাগো লক্ষ্য নূর হোসেন ফাউন্ডেশনের সৌজন্যে তাকে মহামূল্যবান বই উপহার দেওয়া হয় ।

উল্লেখ্য মনসুর আশিক একজন সৌখিন সঙ্গীত শিল্পী । তিনি বর্তমান ড্যাফোডিল ইউনিভার্সিটিতে স্নাতক কোর্সে পড়াশোনা করছেন। পড়াশোনার পাশাপাশি সঙ্গীত চর্চা চালিয়ে যাচ্ছেন । ইতিমধ্যে তার বেশ কয়েকটি সিঙ্গেল অডিও শ্রোতা মহলে বেশ সাড়া জাগিয়েছে । সাহিত্য বিষয়ক এই “সাপ্তাহিক পাঠচক্র” কে প্রাণবন্ত করে তোলার জন্য এই তরুণ সঙ্গীত শিল্পীকে পাঠাগারের পক্ষ হতে শুভেচ্ছা জানানো হয়।

পাঠাগার আন্দোলনের কর্মী তরুণ কবি মো. মেহেদী হাসা(সাদা কাঁক) জানান,আগামী সপ্তাহের আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে, রামপাল বিদ্যুত প্রকল্প এবং এর বিরূপ প্রভাব । শিল্প ও সাহিত্যমনা সবাইকে এই সাহিত্য আসরে আমন্ত্রণ জানাচ্ছি ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...