ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়া ছাত্রলীগের জন্মকথা

মঠবাড়িয়া ছাত্রলীগের জন্মকথা

মো. মেহেদী হাসান >
শহীদ সাওগাতুল আলম সগীর একজন দক্ষ ফুটবল খেলোয় ছিলেন । তার ভাই কবির এবং তিনি দক্ষিণাঞ্চলে ফুটবলার হিসাবে বেশ খ্যাত ছিলেন । খেলাধুলার পাশাপাশি তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন এবং অদম্য সাহস এবং দৃঢ় নেতৃত্বের ফলশ্রুতিতে সাবেক ইকবাল হল (বর্তমান জহিরুল হক হল) -এর ভিপি নির্বাচিত হইছিলেন । মরহুম নুরুল ইসলাম বি এস সি স্যার তখন দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী কে এম লতীফ ইনষ্টিটিউশনের একজন মেধাবী ছাত্র ছিলেন এবং তিনি ফাষ্ট ডিভিশনে এই স্কুল থেকে পাস করে যান । এরপর উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন শহীদ সাওগাতুল আলম সগীরের অনুপ্রেরণায় । তৎকালে মঠবাড়িয়াতে ছাত্র লীগের কোনো সংগঠন ছিলো না । এখানে তখন ছাত্র রাজনীতির দুটি সংগঠন ছিলো । সেগুলো হলো মহিউদ্দীন আহম্মদের নেতৃত্বে ছাত্র ইউনিয়ন আর অন্যটি ছিল আবদুল জব্বার ইঞ্জিনিয়র (মানবতা বিরোধী অপরাধে দন্ডিত ) এর টাইগার ফোর্স । শহীদ সাওগাতুল আলম সগীর যেহেতু ছাত্রলীগের পক্ষ থেকে ইকবাল হল (বর্তমান জহিরুল হক হল) এর নেতা নির্বাচিত হয়েছিলেন তাই দায়িত্ব বোধ থেকে মঠবাড়িয়ায় ছাত্রলীগ গঠনের তাগিদে নুরুল ইসলাম বি এস সি স্যার কে পাঠান এবং তিনি এসে ছাত্রলীগ গঠনের উদ্যোগ নেন । তখন মঠবাড়িয়াতে একটি দ্বিকক্ষ বিশিষ্ট টিন দ্বারা নির্মিত সরকারী ডাক বাংলো ছিলো। সেখানে পশ্চিম দিকের রূমে বসে ১৯৬৫ সালের ১০ জানুযারী ছাত্র রাজনীতির অন্যতম সংগঠন ছাত্রলীগের মঠবাড়িয়ার শুভ সূচনা ঘটে । তৎকালে মুক্তিযোদ্ধা মজিবুল হক মজনু ছিলেন মরহুম নুরুল ইসলাম বি এস সি স্যারের অত্যন্ত স্নেহের অনুজ। মঠবাড়িয়ায় ছাত্রলীগ গঠন করতে এসে তিনি মজিবুল হক মজনুকে নির্দেশ করলেন কিছু ছাত্রকে সংঘবদ্ধ করতে । তার নির্দেশে মজিবুল হক মজনু তার কিছু বন্ধুকে সংঘটিত করেন এবং ছাত্রলীগের ছায়াতলে তারা ঐক্যবদ্ধ হয়। এরপর সরকারি ডাক বাংলোয় এক বৈঠকে নুরুল ইসলাম বি এস সি স্যার তাদেরকে একটি রূপরেখা নির্দেশ করলেন এবং এগারো সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক গঠন করে দেন ।
ঐতিহাসিক সেই কমিটিতে যারা যুক্ত ছিলেন তাঁরা হলেন,
আহ্বায়কঃ মোঃ মজিবুল হক মজনু
সদস্য সচিবঃ কাজী ফজলুল হক(খোকন)
সদস্যঃ ১. মোঃ আব্দুস সালাম মোল্লা
২. মো. সাদিকুর রহমান
৩. মোঃ মজিবর রহমান
৪. মো. মোস্তফা শাহ আলম দুলাল
৫. মোঃ আব্দুল আজিজ মোল্লা
৬. মোঃ আব্দুল লতীফ হালদার
৭. মোঃ আব্দুল আউয়াল
৮. মোঃ বেলায়েত হোসেন৯. মোঃ আব্দুল আজিজ গোলদার

এসব রাজনীতিকের হাত ধরে শুভ সূচনা ঘটেছিল মঠবাড়িয়ার অন্যতম জনপ্রিয় ছাত্র সংগঠন “মঠবাড়িয়া ছাত্র লীগ” ।

পূর্নাঙ্গ কমিটি গঠনের পূর্ব পর্যন্ত আহ্বায়ক কমিটিই সংগঠন পরিচালনা করেন । এরপর স্বাধীনতার পূর্ব মুহূর্তে পূর্নাঙ্গ কমিটি গঠিত হয় । আর পরবর্তীতে ছাত্রলীগের নেতৃত্বেই আবার ১৯৬৯ সালে মঠবাড়িয়াতে আওয়ামী লীগ এর জন্ম হয় ।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...