ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগারে পাঠচক্র উদ্বোধন

মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগারে পাঠচক্র উদ্বোধন

 

মঠবাড়িয়া প্রতিনিধি >
মহান বিজয় দিবসে পিরোজপুরের মঠবাড়িয়ার শেরে বাংলা সাধারণ পাঠাগারের পাঠচক্র উদ্বোধন করা হয়েছে। পাঠাগার আন্দোলন নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে আজ শুক্রবার বিকালে শহরের শেরে বাংলা সাধারণ পাঠাগার মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম ফরিদ উদ্দিন এ পাঠচক্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

স্থানীয় কে.এম লতিফ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান, নাগরিক কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, সদস্য সচিব প্রবীণ শিক্ষক মো.নূর হোসাইন মোল্লা, মুক্তিযোদ্ধা মো.আনছার উদ্দিন, এডভোকেট দিলীপ কুমার পাইক, শিক্ষক মো. আব্দুর রাশেদ,প্রিক্যাডেট ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.সিদ্দিকুর রহমান, পাঠাগার আন্দোলন কর্মী রাসেল সবুজ ও মেহেদী হাসান ।
সভায় স্থানীয় ১০জন উদ্যোক্তা মিলে পাঠাগারের পাঠচক্র সমৃদ্ধ করতে পাঁচ শতাধিক বই পাঠাগারে প্রদান করেন।
উল্লেখ্য ১৯৮৪ সালে মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগার প্রতিষ্ঠা করা হয়। প্রায় ১০ হাজারেরও বেশী বই নিয়ে গড়ে ওঠা পাঠাগারটি কয়েক বছর চালু থাকার পর পাঠক ও ব্যবস্থাপনার অভাবে বন্ধ হয়ে যায়। পাঠাগারটির পাঠ পরিবেশ ফিরিয়ে আনতে ও পাঠকদের উপস্থিতি নিশ্চিত করতে স্থানীয় কয়েকজন তরুণ উদ্যোক্তা মিলে অনলাইন ভিত্তিক পাঠাগার আন্দোলন সংগঠন গড়ে তোলে। তাদের দাবির প্রেক্ষিতে উপজেলা প্রশাসন এবারের বিজয় দিবসে পাঠাগারটি আবার নতুন করে চালুর উদ্যোগ নেয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...