ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - শ্রদ্ধাঞ্জলি : প্রয়াত সাংবাদিক পীর হাবিব

শ্রদ্ধাঞ্জলি : প্রয়াত সাংবাদিক পীর হাবিব


মেহেদী হাসান বাবু ফরাজি 🔴🟢
পীর হাবিব! বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে একটি আলাদা নাম। তরুণ প্রজন্ম যাদের কলাম পড়ে রাজনীতির প্রতি আকৃষ্ট হতো তাদের মধ্যে অন্যতম ছিলেন পীর হাবিব। আগে তরুণরা শুধু খেলার এবং বিনোদনের পাতাই বেশি পড়তো। কিন্তু পীর হাবিবের মতো লেখকদের চিত্তাকর্ষক লেখার টানে রাজনৈতিক বিমুখ তরুণরাও ধীরে ধীরে রাজনৈতিক কলাম পড়তে অভ্যস্ত হয়ে উঠছে। এই ধারাটা নাইমুল ইসলাম খানের হাত ধরে শুরু হলেও বর্তমান প্রজন্মকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে নিঃসন্দেহে পীর হাবিব।ছাত্রজীবনের শুরুতে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে সক্রিয় ভাবে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও পেশাগত জীবনে তার লেখনীর মাধ্যমে এবং টকশোতে এসে সরকারের বিভিন্ন বিচ্যুতি নিয়ে যেভাবে উচ্চকন্ঠে সমালোচনা করতেন- তেমন যৌক্তিক সমালোচনা বিরোধী দলের কাউকেই করতে শুনিনি।যেটা বিশ্বাস করতেন তিনি অকপটে সেটাই বলতেন।
তার লেখায় সবসময় মুক্তিযুদ্ধ, ধর্মনিরপেক্ষতা এবং তৃনমূলের রাজনীতিবিদদের গল্প উঠে আসতো।হাইব্রিড রাজনীতিবিদদের যেভাবে বিরোধীতা করতেন, ঠিক তেমন ভাবে কঠোর সমালোচক ছিলেন হঠকারি ও সুবিধাবাদি বাম রাজনীতিবিদদের।কিন্তু সত্যিকারের সমাজতান্ত্রিক নেতাদের প্রতি তার ছিলো অগাধ শ্রদ্ধা।বর্তমান তেলবাজ ও চাটুকারি সমাজে পীর হাবিবের মতো এমন সাহসী ও স্পষ্টবাদী সাংবাদিকের অনেক কিছু দেওয়ার ছিলো।
তিনি নিজেও নিশ্চয়ই মনবিক ভুল ত্রুটির উর্ধ্বে ছিলেন না। কিন্তু সবকিছু মিলিয়ে দলমত নির্বিশেষে তার প্রতি লাখো পাঠকের শ্রদ্ধা রয়েছে।তার মৃত্যুতে সাহসী সাংবাদিকতার যে অপূরনীয় ক্ষতি হলো- তা সহজে পুরন হবার মতো নয়।তার পরিবার এই মৃত্যুশোক যেনো দ্রুত কাটিয়ে উঠতে পারে সেই কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক আমিন।
পাশাপাশি কারো অসুস্থতা কিংবা মৃত্যুর খবরেও যারা খুশি হয়, উল্লাসে মেতে ওঠে- তাদের মানসিক সুস্থতার জন্যেও মহান আল্লাহর দরবারে দোয়া চাচ্ছি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...