ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় ৩০৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ হাজার শিক্ষার্থীর মাঝে নতুন বই

মঠবাড়িয়ায় ৩০৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ হাজার শিক্ষার্থীর মাঝে নতুন বই


মঠবাড়িয়া প্রতিনিধি 🔴🟢

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলায় বছরের প্রথম দিনেই প্রাথমিক ও মাধ্যমিক স্থারের ৩০৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৭০ হাজার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ শুরু হয়েছে। আজ শনিবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতান্দন দাস প্রধান অতিথি হিসেবে ৫৬ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে বই বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন। বিতরণ অনুষ্ঠানে ইউ.আর সি কর্মকর্তা কৃষ্ণ গোপাল প্রামানিক, প্রধান শিক্ষক মাইনুল ইসলাম উপস্থিত ছিলেন ।

জানা গেছে, এ বছর প্রাথমিক ২০৬, মাধ্যমিক ৪৭, মাদ্রাসা ৪৮, ভোকেশনাল ৩ শিক্ষা প্রতিষ্ঠনের ৭০ হাজার শিক্ষার্থীরা পাবে। মঠবাড়িয়া পৌর শহরের ৫৬ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, কে.এম লতীফ ইনষ্টিটিউশন, ওহাবিয়া আলীম মাদ্রাসাসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিনা মূল্যে বই বিতরণ কার্যক্রম শুরু হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতান্দন দাস বলেন, প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্থারের ২০২২ সালের শিক্ষাবর্ষে ২০৬ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেও হাতে নতুন বই তুলে দেওয়া হবে। এর মধ্যে প্রাক-প্রাথমিকের প্রায় ৫ হাজার শিশুরা পাবে ৫ হাজার কপি “আমার বই” নামক নতুন বইটি। এছাড়াও শুধু প্রাক-প্রাথমিকর “আমার বই” এর পাশাপাশি ৫ হাজার কপি অনুশীলনী খাতা খুদে শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হবে বলে জানান।

উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো. রুহুল আমীন বলেন, করোনা পরিস্থিতিতে মন্ত্রণালয়ের নির্দেশনায় সর্বোচ্চ সতর্কতা অবস্থানে থেকে সামাজিক দূরত্ব মেনে নতুন বছরের নতুন বই আগামী ১০ জানুয়ারী পর্যন্ত পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

উপজেলার নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক জানান বর্তমান সরকার বছরের প্রথম দিনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে পৃথিবীর বুকে যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে করোনার কারনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে আগামী ১০ জানুয়ারী পর্যন্ত পর্যায়ক্রমে এসব নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...