ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে স্বাধীনতার ৫০ বছরের সূবর্ণ জয়ন্তী পালন

পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে স্বাধীনতার ৫০ বছরের সূবর্ণ জয়ন্তী পালন

পিরোজপুর প্রতিনিধি 🔴🟢
বাংলাদেশের সকল শিশুর জন্য আশা ও ন্যায্যতার স্বর্ণালী ৫০ বছর স্লোগানে পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশন স্বাধীনতার ৫০ বছরের সূবর্ণ জয়ন্তী পালন করেছে। সোমবার সকালে সদর উপজেলার পরিষদ মিলনায়তনে স্বাধীনতার ৫০ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে পিরোজপুর ওয়ার্ল্ড ভিশন এডিপি।
ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের এরিয়া ম্যানেজার মিল্টন সিং এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.জ.মো: মাসুদুজ্জামান মিলু, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাতুন্নেছা এশা, প্রোগ্রাম অফিসার বিপ্লব আইচ্যাক সরদার, প্রেগ্রাম অফিসার পলিন সরদার প্রমুখ।

এসময় বক্তারা বলেন ১৯৪৭ সাল থেকে ওয়ার্ল্ড ভিশন এ দেশের মানুষদের জন্য কাজ করে যাচ্ছে। ২০০৭ সালে সিডরের পর থেকে পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশন হত দরিদ্র শিশুদের নিয়ে কাজ করে আসছে। দেশ গঠনে ওয়াল্ড ভিশন নিরবে কাজ করে যাচ্ছে।

এর আগে বাংলাদেশ ৫০ বছরের পদার্পন এর জন্য জন্মদিনের কেক কাটা হয়। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, ২০০৭ সালে পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশন কাজ শুরু করলেও ২০১২ সাল থেকে পিরোজপুর পৌরসভার ৯ টি ওয়ার্ডে এবং শারিকতলা ডুমুরিতলা ইউনিয়নে হতদরিদ্র শিশুদের সহায়তা, শিক্ষা, আর্থিক উন্নয়ন, স্যানিটেশন, নারী অধিকার, শিশু সুরক্ষা, শিশু অধিকার সহ বিভিন্ন বিষয় নিয়ে পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশন কাজ করে যাচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...