ব্রেকিং নিউজ
Home - উপকূল - কাউখালীতে শিক্ষার্থীদের হাতে বিজয় ইতিহাসের পাণ্ডুলিপি তুলে দিচ্ছেন প্রবীণ লতিফ

কাউখালীতে শিক্ষার্থীদের হাতে বিজয় ইতিহাসের পাণ্ডুলিপি তুলে দিচ্ছেন প্রবীণ লতিফ


কাউখালী প্রতিনিধি 🔴🟢

পিরোজপুরের কাউখালীতে স্বাধীনতার ৫০ বছর পুর্তিতে মহান বিজয় দিবসের মর্যাদা প্রতিষ্ঠা লরাইয়ে বাঙালীর আত্মত্যগের ইতিহাস জানাতে নতুন প্রজন্মের শিক্ষার্থীর কাছে পৌছে বিজয়ের ইতিহাসের পাণ্ডুলপি বিতরণ করছেন ষাটোর্ধ আব্দুল লতিফ। আজ সোমবার কাউখালী সরকারি ডিগ্রী কলেজের শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীদের মাঝে এ পাণ্ডুলিপি বিতরণ করা হয়।
কাউখালী তথ্য কেন্দ্র ও সংগ্রহশালার প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ নিজের তৈরী এ পাণ্ডুলিপি বিতরন করেন। প্রবীণ উদ্যোক্তা লতিফ কাউখালীর জনপদে তথ্য ব্যাংকার হিসেবে পরিচিত। মহান বিজয়ের ৫০ বছর উপলক্ষে তিনি স্ব-প্রণোদিত হয়ে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধ বিষয়ক বই পৌছে দিচ্ছেন নতুন প্রজন্মের হাতে। বিজয়ের এই মাসে কাউখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনা মূল্যে এ বই ও পাণ্ডুলিপি বিতরন করা হচ্ছে।
বিতরনকালে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুত্ব হয়ে দেশ গড়ার অঙ্গীকার করে শপথও পড়ানো হচ্ছে শিক্ষার্থীদের।
কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংশদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার বলেন,মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে আব্দুূল লতিফ খসরু যে কাজ করছেন তাতে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে গর্বিত।
কাউখালী উপজেলার নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা বলেন,এ প্রবীণকে এলাকার সব উদ্যোগ মূলক কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে দেখা যায়। মহান বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্ম ও শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে তার এমন মহতী উদ্যোগ প্রসংশার দাবিদার।

আব্দুল লতিফ খসরু বলেন বিজয়ের ৫০তম বছরে মুক্তিযুদ্ধের ইতিহাস এর বই ফেরি করে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বিদ্যালয় ও বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের বিনা মূল্যে মুক্তিযুদ্ধের বই বিতরন করে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করছি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...