ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - জাতিসংঘ জলবায়ু সম্মেলনে কয়লাভিত্তিক জ্বালানী প্রশমণের দাবিতে পিরোজপুরের মানবন্ধন

জাতিসংঘ জলবায়ু সম্মেলনে কয়লাভিত্তিক জ্বালানী প্রশমণের দাবিতে পিরোজপুরের মানবন্ধন

Exif_JPEG_420

পিরোজপুর প্রতিনিধি 🔴
জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-২৬)এ কয়লাভিত্তিক লানী প্রশমন এবং নবায়নযোগ্য জ¦ালানীর প্রসারন ’র লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর নীতি ও বিনিয়োগের দাবীতে পিরোজপুরে মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে সচেতন নাগরিক কমিটি (সনাক)র আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সনাক সদস্য ও সিএফজি আহবায়ক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম ।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক সদস্য জনাব, ফিরোজ খান ও অধ্যক্ষ আব্দুল জলিল আকন, সুজন সভাপতি জনাব মুনিরুজ্জামান নাসিম আলী, আরবিএফ’র নির্বাহী পরিচালক জনাব মাইনুল আহসান মুন্না, পিডিএফ’র নির্বাহী পরিচালক ও বাপা সহ-সভাপতি জনাব রফিকুল ইসলাম পান্না প্রমুখ।
বক্তরা এ সময় বলেন, অবিলম্বে কয়লা ভিত্তিক সকল প্রকল্পে নবায়নযোগ্য জ¦ালানী ব্যবহার করার জন্য বৈশি^ক সমঝোতা, উন্নয়নশীল তথা ক্ষতিগ্রস্ত দেশসমুহে শর্তহীন অনুদান প্রদান, কার্বন নিঃস্বরন নিম্নমুখীকরন, জিসিএফ’র অর্থছার ও স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতকরন, প্যারিসচুক্তির দ্রুত বাস্তবায়ন করার আহবান জানান। তাপমাত্রাবৃদ্ধির কারনে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশসমুহকে পানিতে তলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেতে একযোগে কাজ করার পরামর্শ দেন। পাশাপাশি সরকারের কাছে আবেদন জানান জিসিএফ’র প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...