ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ার তিন ইউপিতে নৌকার প্রতিদ্বন্দ্বী ১২জন স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা

মঠবাড়িয়ার তিন ইউপিতে নৌকার প্রতিদ্বন্দ্বী ১২জন স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা


মঠবাড়িয়া প্রতিনিধি 🔻
পিরোজপুরের মঠবাড়িয়ায় কোনো সহিংসতা ছাড়াই আজ সোমবার শান্তির্পূণভাবে ৬ ইউপির নির্বাচন। তবে নির্বাচনে ব্যাপক কারচুপি ও নৌকা সমর্থকদের কেন্দ্র ঢুকে সাধারণ ভোটারদের তাদের সামনে জোরপূর্বক নৌকায় সিল মারা, প্রতিদ্বনদী সমর্থকদের মারধর হুমকী ধামকির অভিযোহস কেন্দ্র থেকে প্রতিদ্বন্দী প্রার্থীদের বের দেওয়ার অভিযোগ তুলে তিন ইউনিয়ন পরিষদের নৌকার প্রতিদ্বন্দী ১২জন চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জণের ঘোষণা দেয়। দুপুরে নির্বাচন চলাকালে উপজেলা সাপলেজা ইউনিয়নের নৌকার প্রতিদ্বন্দী সাত প্রার্থী, আমড়াগাছিয়া ইউপির তিন প্রার্থী ও বেতমোর দুইজন প্রার্থী ভোট বর্জণের ঘোষণা দেন। এ ১২জন প্রতিদ্বন্দী চেয়ারম্যান প্রার্থী উপজেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে এ ভোট বর্জনের ঘোষাণা দেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট বর্জণের ঘোষণা দেন।
অভিযোগে বলা হয়, প্রথম ধাপে অনুষ্ঠিত মঠবাড়িয়ার তিন ইউনিয়ন পরিষদ সাপরেজা, আমরাগাছিয়া ও বেতমোর ইউপির নির্বাচনে নৌকা প্রতিকের সমর্থকরা ভোট বেন্দ্র প্রভাব বিস্তার করে । ওই তিন ইউপির ভোটকেন্দ্রে নৌকার প্রতিদ্বন্দী প্রার্থীদের এজেন্টদেরকে বেন্দ্র থেকে বের করে দেয়। এরপর নৌকার সমর্থকরা সাধোরণ ভোটারদের চাপের মুখে নৌকা প্রতীকে সিল দিতে বাধ্য করে।
ভোট বর্জণকৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, সাপলেজা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসেন সেলিম( টেলিফোন প্রতীক), মো. শামীম ( ঢোল প্রতীক), আবু কালাম মোল্লা ( চশমা প্রতীক), মো. ইদ্রিস আলী মোল্লা( পাখা প্রতীক), মো. এনামুল কবীর (আনারস প্রতীক) মো. গোলাম রব্বানী( টেবিল ফ্যান) , মো. আমীর খান ( মোটরসাইকেল প্রতীক) , আমড়াগাছিয়া ইউপির স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিম খালিল ফরাজি( টেলিফোন প্রতীক), প্রভাষক কামাল ( গোলাপফুল প্রতীক) , মো. সুলতান মিয়া( আনারস প্রতীক) ও বেতমোর ইউপির স্বতন্ত্র প্রার্থী সাইফুদ্দিন ফেরদৌস রুম্মান ( ঘোড়া প্রতীক), মো. শহীদুল ইসলাম( টেলিফোন প্রতীক) ।

তবে ওই তিন ইউপি নির্বাচনের দায়িত্বরত রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন জানান,নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দুই একটি কেন্দ্র অপ্রীতিকর ঘটনার খবর পাওয়ামাত্র সেখানে টহল পুলিশ, বিজিবি, র‌্যাব সহ আইন শৃংখলা বাহিনী ত্বরিত ব্যব¯স্থা নিয়েছেন। ওই তিন ইউপির স্বতন্ত্র প্রার্থীদের ভোট বর্জণের কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...