ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরে বিদেশ ফেরত ৮৩ জনকে শনাক্ত করে হোম কোয়ারেন্টাইনে 🔸 ২জনকে ৮ হাজার টাকা জরিমানা

পিরোজপুরে বিদেশ ফেরত ৮৩ জনকে শনাক্ত করে হোম কোয়ারেন্টাইনে 🔸 ২জনকে ৮ হাজার টাকা জরিমানা

 

পিরোজপুর প্রতিনিধি <>
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত কি না তা নিশ্চিত হতে পিরোজপুর জেলায় সদ্য বিদেশ ফেরত ৮৩ জনকে শনাক্ত করে হোম কোয়ারেন্টাইন থাকার নিদেশ দেয়া হয়েছে। পিরোজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ হাসনাত ইউসুফ জাকী বৃহস্পতিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন । তবে তিনি এবিষয়ে আতংঙ্কিত না হয়ে করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য দপ্তর কর্তৃক নিয়মকানুন মেনে চলার জন্য অনুরোধ করেন ।
এদিকে বুধবার রাতে সরকারি নির্দেশ অমান্য করে নিজেদের অবস্থান গোপন রেখে যথেচ্ছা চলাফেরা করার অপরাধে সদ্য মধ্যপ্রাচ্য ফেরত দুই জন প্রাবাসীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
পিরোজপুর শহরতলীর ব্রাহ্মণকাঠিতে গত ১৫ মার্চ ওমান থেকে এবং গত ১১ মার্চ আলামকাঠি গ্রামে সৌদিআরব থেকে দেশে ফিরে বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত না করে নিজ বাড়ীতে এ যুবকদ্বয় অবস্থান করছিলেন। প্রশাসন খবর পেয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্র্রেট, একজন মেডিকেল অফিসার ও পুলিশ কর্মকর্তার সমন্বয় ওই দুই গ্রামে বুধবার রাত ৮টার দিকে অভিযান চালায়। অভিযানে সৌদিআরব ফেরত যুবককে তিন হাজার টাকা ও ওমান ফেরত যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জেলা প্রশাসকের দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী জানান।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...