ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে মাদক ও যৌন হয়রানী রোধে সচেতনতামূলক সাইকেল র‌্যালী

পিরোজপুরে মাদক ও যৌন হয়রানী রোধে সচেতনতামূলক সাইকেল র‌্যালী

পিরোজপুর প্রতিনিধি <>
পিরোজপুরে মাদক ও যৌন হয়রানী রোধে সচেতনতামূলক সাইকেল র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ও পিকেএসএফ এর সহযোগীতায় জেলা স্টেডিয়াম থেকে এ সচেতনতামূলক এ সাইকেল র‌্যালীর উদ্বোধন করেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল সহ রিকের কর্মকর্তা বৃন্দ। পরে প্রধান অতিথি সাইকলে র‌্যালীতে অংশ গ্রহণ করে নিজে সাইকেল চালিয়ে শহরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে আসেন।
পরে এক আলোচনা সভায় রিকের সহকারী জোনাল ম্যানেজার মো: মোয়াজ্জেম হোসেনের সভাপত্বি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব। সভায় স¦াগত বক্তব্য রাখেন রিকের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির পিরোজপুরের প্রোগ্রাম অফিসার আ ফ ম রেজাউল করিম। সভা উপস্থাপনা করেন রিকের যৌন হয়রানী প্রতিরোধ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মিশু রহমান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...