ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ মঠবাড়িয়া ২-১ গোলে স্বরূপকাঠিকে হারিয়ে সেমিফাইনালে

পিরোজপুরে পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ মঠবাড়িয়া ২-১ গোলে স্বরূপকাঠিকে হারিয়ে সেমিফাইনালে

আহম্মেদ ফিরোজ <>

পড়ন্ত বিকেলে পিরোজপুর স্টেডিয়ামে ভরপুর দর্শক। মাঠে এগারো এগারো বাইশ জন খেলোয়াড়ের পায়ে একটাই বল গড়াগড়ি করছে। দর্শক থেলোয়ারদের মাঝে টান টান উত্তেজনা।বল নিয়ে ছুটছেন খেলোয়ারগণ। দর্শকদের উত্তেজনাকর আওয়াজ এবং গোল। জিতে গেলো মঠবাড়িয়া ২-১ গোলে নেছারাবাদকে হারিয়ে। খেলা শেষে মঠবাড়িয়া একদশ স্বরূপকাঠি একাদশকে হারিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়।

গতকাল ২৭ অক্টোবর বিকেলে পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯।পিরোজপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় । মঠবাড়িয়া একাদশ বনাম স্বরূপকাঠি একাদশ তুমুল প্রতিদ্বন্দীতা শেষে মঠবাড়িয়া বিজয় অর্জণ করে।

খেলায় নেছারাবাদকে হারিয়ে ২-১ গোলে জিতে সেমিফাইনালে খেলার সুযোগ পায় মঠবাড়িয়া একাদশ।

এসময় খেলা উপভোগ করেন মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহমেদ , ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত । স্বরূপকাঠি উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, সার্কেল এ এস পি,পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, এডিসনাল এ এস পি মোল্লা আযাদ। পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বায়জিদ হোসেনসহ বিভিন্ন নেতা কর্মী ও সাধারণ জনগণ।

এদিকে এ টুর্ণামেন্টে মঠবাড়িয়া একাদশ সেমিফাইনালে খেলার ‍সুযোগ অর্জণ করায় মঠবাড়িয়ার মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে। সামাজিক সাইট ফেসবুকে মঠবাড়িয়া একাদশকে অভিনন্দন জানিয়ে বিপুল সংখ্যক মানুষ পোস্ট দিয়েছেন।

আগামী ৩০ নভেম্বর পিরোজপুর স্টেডিয়ামে মঠবাড়িয়া একাদশ বনাম ভাণ্ডারিয়া একাদশ এর মাঝে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...