ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে অপহরণ মামলায় এক ব্যক্তির ১৪ বছরের জেল

পিরোজপুরে অপহরণ মামলায় এক ব্যক্তির ১৪ বছরের জেল

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুরে ২০১৫ সালের একটি অপহরণ মামলায় আল আমীন (৪০) নামের এক ব্যক্তিকে ১৪ বছরের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান এ আদেশ দেন। আদালত আল আমীনকে আরও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত আল আমীন জেলার ভান্ডারিয়া উপজেলার নয়াখালী মাটিভাঙ্গা গ্রামের শহীদ হাওলাদারের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১ মার্চ আল আমীন প্রতিবেশি এক গৃহবধুকে (২৮) কৌশলে অপহরণ করে। এ ঘটনায় একই বছর ৮ এপ্রিল ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে আল আমীন সহ ৬ জনকে আসামী করে ভান্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে আল আমীনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষীদের সাক্ষ্য ও প্রমানাদি যাচাই শেষে আল আমীনকে এ সাজা প্রদান করেন। রায় ঘোষণার সময় আল আমীন আদালতে উপস্থিত ছিলেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...