ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মেহেদী হাসানের মে দিবসের শব্দাবলী

মেহেদী হাসানের মে দিবসের শব্দাবলী

পৃথিবী যতো মহৎ কর্ম আমি করি জন্মদান হ্যাঁ আমিই মহান,

কর্মঠ ব্যাক্তি, কাজের মানুষ আমি অন্যতম আবিস্কারক,

কারিগর আমিই খাদ্য, বস্ত্র, বাসস্থান আমি করি স্বহস্ত নির্মাণ

আমি বৃক্ষহীন তৃণভূমিতে সভ্যতা আবাদ করি,

আমি চাষের লাঙ্গল হয়ে সোনালী ফসল গড়ি ।

আমাকে ঘিরে রাখো তোমরা শোষণে ত্রাষণে, তবু দিন-রাত ভীষণ খেটে যাই

তোমাদের জন্যে আমি কালে কালে শাষকের লাঞ্চনাভুলে যাই ,

আমি বারবার ভুলে যাই শোষন ভৎসনা বঞ্চনা

মাঝে মাঝে নিজের সাথে ক্রুদ্ধগর্জন করে উঠি,

আমি ইতিহাসে তাকিয়ে তোমাদের ভনিতা দেখি

দেখি কি আমার শ্রমকে তোমরা অমর্যাদা করো যুগে যুগে

আমাকেই কেবল তোমরা বিক্রি করো

এসব জেনেও এখনো আমি শ্রমে ঘাম রক্ত করি,

রেখে যাই তোমাদের সভ্যতার উজ্জ্বল মুখবন্ধে

আমার ঘামে আমার শ্রমে তোমরা মহৎপ্রাণ হও?

বরং শ্রম ও শ্রমিক আমিই মহৎপ্রাণ তা তুমি নও আমিই মহান ||

 

মেহেদী হাসান (সাদা কাঁক)

১ মে- ২০১৯

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...