ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় আ.লীগ সভাপতিসহ ১০জনের আগাম জামিন

মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় আ.লীগ সভাপতিসহ ১০জনের আগাম জামিন

পিরোজপুর প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত হলতা গুলিশাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জনি তালুকদার হত্যা মামলায় উচ্চ আদালত থেকে বৃহস্পতিবার জামিন পেয়েছেন মঠবাড়িয়া উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌসসহ ১০জন। আসামী পক্ষের আইনজীবী হাসান আব্দুল কাইউম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এস এম কুদ্দুস জামান এর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ ৪ সপ্তাহের অন্তবর্তীকালীন এ জামিন দেন।
আইনজীবী হাসান আব্দুল কাইউম জানান. এ মামলায় অন্য যারা জামিন পেয়েছেন তারা হলেন, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, নাসির হোসেন হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী শাকিল আহমেদ নওরোজ, আবুল কালাম মোল্লা, বাবু শরীফ, বাচ্চু বেপারী, লাভলু তালুকদার, বশির আহমেদ ও মাইনুল আহসান।
জানাগেছে, উপজেলার গুলিসাখালী বাজারে গত শনিবার ২৩ মার্চ রাতে নৌকা মার্কার প্রার্থী হোসাইন মোসারেফ সাকু ও ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনোসহ ১৯ নেতা কর্মীকে কুপিয়ে আহত করে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। এ ঘটনায় থানায় মামলা হয়। জনি তালুকদার ওই মামলার এজাহার নামীয় ৪২ নং আসামী। হলতা গুলিসাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জনি তালুকদারকে ২৫ মার্চ সোমবার সকালে ইউনিয়নের কবুতরখালী এলাকার আলমগীর মিয়ার বাড়ির সামনে থেকে সন্ত্রাসীরা ধাওয়া করে কবুতরখালী মাঠের মধ্যে কুপিয়ে ফেলে রেখে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর ১টার দিকে জনি তালুকদার মারা যায়। এ ঘটনায় নিহত জনি তালুকদারের চাচা হলতা গুলিসাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি স্বপন তালুকদার বাদী হয়ে হলতা গুলিসাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জুনায়েদুর রহমান জুয়েলকে প্রধান আসামী করে ৬৫ নামের মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন।
মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগের (নৌকা) প্রার্থী হোসাইন মোসারেফ সাকু আর বিদ্রোহী হিসেবে নির্বাচন করছেন উপজেলা আ.লীগ সদস্য রিয়াজ উদ্দিন আহমেদ। হলতা গুলিসাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি জনি তালুকদার রিয়াজ উদ্দিন আহমেদের সমর্থক ছিলেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...