ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় ২০৫ প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল’ নির্বাচন

মঠবাড়িয়ায় ২০৫ প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল’ নির্বাচন

শিক্ষাঙ্গন প্রতিবেদক >>

পিরোজপুরের মঠবাড়িয়ার ২০৫টি সরকারী বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব বিদ্যালয়ে শিকাষার্থী ভোটার স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে ভোট দেয়।

জাতীয় নির্বাচনের মতোই ব্যালট বাক্স, ব্যালট পেপার, ভোট কেন্দ্র, নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্টসহ সবধরনের ব্যবস্থা ছিল এ নির্বাচনে। সার্বিক সহযোগিতায় ছিলেন স্কুলের শিক্ষকরা।

মঠবাড়িয়া ৫৬নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বরত নির্বাচন কমিশনার ৫ম শ্রেণীর ছাত্রী তাইয়্যিবা আক্তার জানায়, এ স্কুলের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ছয় শতাধিক শিক্ষার্থী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছে। নির্বাচন শেষে ভোট গণনা করে ৩য় শ্রেণী থেকে তাহসিন রহমান আলিফ, পারিসা, ৪র্থ শ্রেণী থেকে অরিত্র ব্যাপারী স্বচ্ছ,আনিসা হক ও ৫ম শ্রেনী থেকে আবদুল্লা আল সাইফ,সুলতানা শারমিন মৌ ও ফারহান উদ্দিন জিলান নির্বাচিত হয়।

মঠবাড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কিরন চন্দ্র রায় জানান, প্রাথমিক স্কুল থেকে শিক্ষার্থীদের গণতন্ত্রের চর্চা, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা ও শ্রদ্ধা, শিক্ষকদের সহায়তা, শিক্ষার্থীদের ভর্তি ও ঝরে পড়া রোধে সহযোগিতা, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকা-ে শিক্ষার্থীদের অংশগ্রহণ, ক্রীড়া, সংস্কৃতিসহ শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতসহ নানা বিষয়ে সম্পৃক্ত করতে এ নির্বাচন। প্রত্যেক স্কুলের ৩য় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ নির্বাচনে অংশ নিয়েছে। অধিদফতরের নির্দেশনায় প্রতিবছরের ন্যায় এ স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যেখানে নির্বাচন কমিশন, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং শৃঙ্খলার দায়িত্ব স্ব স্ব স্কুলের শিক্ষার্থীরাই পালন করেছে। প্রাথমিক স্তর থেকে গণতন্ত্রের চর্চা সম্পর্কে অবহিত করতে এ নির্বাচন ফলপ্রসূ ভূমিকা পালন করবে বলেও মত প্রকাশ করেন তিনি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...