ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - ইন্দুরকানীতে এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

ইন্দুরকানীতে এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি >>

পিরোজপুরের ইন্দুরকানীতে এসএসসি গণিত পরীক্ষায় ক্যালকুলেটর জব্দ করায় দায়িত্বরত কর্মকর্তার শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সচেতন অভিভাবক ও পরীক্ষার্থীরা। রোববার সকালে ইন্দুরকানী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত পরীক্ষার্থীরা বলেন, ইন্দুরকানী সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এসএসসি সাব-কেন্দ্রে গণিত পরীক্ষায় বোর্ডের নিয়ম অনুযায়ী বৈধ্য ক্যালকুলেটর নিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। কিন্তু বোর্ডের নিময় অমান্য করে পরীক্ষা শুরুর আগেই প্রথম ৩০ নম্বরের ৩০ মিনিটের এমসিকিউ পরীক্ষা শুরু হওয়ার পূর্বেই দায়িত্বরত উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আনোয়ার হোসেন সকল পরীক্ষার্থীর ক্যালকুলেটর নিয়ে যান। ক্যালকুলেটর জব্দ করায় তারা এ পরীক্ষায় তাদের ফলাফল বিপর্যয়ের আশঙ্কা করছেন। এ ঘটনার প্রতিবাদে ও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তাআনোয়ার হোসেনের শাস্তির দাবি করেছে।
মানববন্ধনে বক্তব্য দেন, পরীক্ষার্থীর অভিভাবক মাহিনুর খানম, অভিভাবক ফরিদ আহমেদ, পরীক্ষার্থী ফারিবা আহমেদ ইশা, জাকিয়া নাহার চাঁদনী, সায়মা বিন্তে কবির সহ পরীক্ষার্থীরা।
এ বিষয়টি প্রাণি সম্পদ কর্মকর্তা সাংবাদিকদের জানান, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করুন।
ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহম্মেদের কজানান, আমি কেন্দ্র পরিদর্শণ করেছি। তখন আমাকে কেউ এমন অভিযোগ দেয়নি। মানববন্ধন সম্পর্কে তিনি বলেন কোন দুষ্টচক্র উস্কানি দিতে পারে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...