ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ার মিরুখালী স্কুল এণ্ড কলেজের আয়োজনে ১০০০ ফুট দৈর্ঘ্যের লাল সবুজ পতাকার শোভাযাত্রা

মঠবাড়িয়ার মিরুখালী স্কুল এণ্ড কলেজের আয়োজনে ১০০০ ফুট দৈর্ঘ্যের লাল সবুজ পতাকার শোভাযাত্রা

দেবদাস মজুমদার >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৪৭তম বিজয় দিবস উপলক্ষে ১০০০ ফুট দৈর্ঘ্যওে লাশ সবুজ পতাকার বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মিরুখালী স্কুল এ- কলেজ এর উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রশাসনিক ভবনের সমান দৈর্ঘ্য লাল সবুজের পতাকা নির্মাণ করে এ বিজয় শোভাযাত্রার আয়োজন করে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খানের নেতৃত্বে শিক্ষক ও ৭০০ শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি মিরুখালী স্কুল এ- কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে মিরুখালী ইউনিয়ন বন্দর প্রক্ষিণ করে প্রায় নয় কিলোমিটার পথ অতিক্রম করে উপজেলা সদরে প্রবেশ করে। পরে এ শোভাযাত্রায় সর্বস্তরের মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি মঠবাড়িয়া পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষিণ করে ।

পরে শোভাযাত্রাটি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করে ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত। জাতীয় পতাকা উত্তোলনের পরপরই প্যারেড গ্রাউন্ড পরিদর্শন ও সালাম গ্রহন করেন স্থানীয় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা।

শহীদ মোস্তফা খেলার মাঠ প্যারেড গ্রাউন্ডে পুলিশ প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ প্রদর্শিত হয়।
১০০ ফুট লাল সবুজ পতাকায় বিজয় শোভাযাত্রাটি বিজয় দিবসের প্যারেড গ্রাউ-ে সকলে নজর কাড়ে।

এ বিষয়ে লাল সবুজের বিজয় শোভাযাত্রার উদ্যোক্তা মিরুখালী স্কুল এ- কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খান বলেন, জাতীয় পতাকা আমাদের শক্তি ও স্বাধীনতার পতাকা। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সমান দৈর্ঘ্য বিশিষ্ট ১০০০ ফুট এ প্রতীকি পতাকা নির্মাণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী মিলে প্রায় নয় কিলোমিটার পথ এ পতা নিয়ে আমরা পরিভ্রমন করেছি। পথে গ্রামবাসি এ বিজয় শোভাযাত্রাকে স্বাগত জানিয়েছে। বিজয় দিবসে এমন একটি শোভাযাত্রা করতে পেরে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সকলেই আনন্দিত।
তিনি আরও জানান এ পতাকা নির্মাণে ২ হাজার ফুট কাপড় লেগেছে। ১৮ হাজার টাকা ব্যায়ে শিক্ষক ও ৭০০ শিক্ষার্থী মিলে পতাকাটি তৈরী করেছেন। এটি সম্মিলিত উদ্যোগ । আমাদের শিক্ষার্থীরা আমাদের গৌরবের পতাকাকে যাতে সমুন্নত রাখতে পারে ভালবাসা জানাতে পারে এ কারনে এত দীর্ঘ আমার দেেেশর পতাকার বিজয় শোভাযাত্রার এয়াজন করা হয়েছে।

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ বলেন, ১০০০ ফুট দৈর্ঘ্যরে পতাকায় বিজয় শোভাযাত্রা একটি প্রশসংনীয় উদ্যোগ। এতে শিক্ষার্থীরা আমাদের স্বাধীনতার চেতনা ও পতাকার প্রতি দায়িত্বশীল ও মমত্ববোধ তৈরী হবে। এমন একটি উদ্যোগে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানানো হচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...