ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ার পশ্চিম চড়কগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন ধসের আতংকে পাঠদান

মঠবাড়িয়ার পশ্চিম চড়কগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন ধসের আতংকে পাঠদান

দেবদাস মজুমদার🔹

চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রী জান্নাতুল মাওয়া বাবার কর্মস্থলের সূত্রে ঢাকায় মোহাম্মপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করত। বাবা ঢাকায় চাকুরি ছেড়ে গ্রামের বাড়িতে ফিরে আসলে শিশু জান্নাতুলকেও বাড়ি ফিরতে হয়। জান্নাতুল গ্রামে ফিরে এবছর জানুয়ারী মাসে নিজ গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়। কিন্তু গ্রামের স্কুলে এসে মানসিক বিপর্যয়ের শিকার হয় জান্নাতুল। পুরানো ঝুঁকিপূর্ণ স্কুল ভবন, ভাঙাচোরা চেয়ার বেঞ্চ আর খাবার পানির সংকট আর অস্বাস্থ্যকর শৌচাগার সেই সাথে কর্দমাক্ত সড়কের দুর্ভোগের ভেতর জান্নাতুল লেখা পড়া করছে।
জান্নাতুল বলে, স্কুল ভবন এত খারাপ আগে জানলে এইখানে ভার্তি হইতাম না। ক্লাসে বসলে ভয় লাগে কখন মাথায় ছাদ ভাইঙ্গা পড়ে। এরহম স্কুলে লেখাপড়া যায়না। আমাগো নতুন স্কুল ভবন দরকার।
শুধু জান্নাতুল না পিরোজপুরের মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের প্রত্যন্ত ১৪৩ নম্বর পশ্চিম চড়কগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১২৬জন শিক্ষার্থী পুরানো বিদ্যালয় ভবন ধসের আতংক নিয়ে নিয়মিত লেখাপড়া করছে।
ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র নাজমুল আহসান ক্ষোভের সাথে বলে, আমাগো দেহার কেউ নাই। সবখানে নতুন স্কুল ভাবন অয় আমাগো স্কুল ভাঙাচোরা। স্কুলে আইতে এহন ডর লাগে। বৃষ্টি হইলে ছাদ দিয়া ক্লাসে পানি পড়ে। ছাদ খইসা পড়ে । এই স্কুলে আর আইতে মন চায়না। আপনেরা আমাগো নতুন স্কুল ভবন দ্যান।

বিদ্যালয়টি গতকাল বৃহস্পতিবার সজেমিনে পরিদর্শন করে দেখাগেছে, তিনটি শ্রেণী কক্ষের স্কুল ভবনের সারা ভবন জুড়ে ফাটল। সকল পিলার খসে রড বেড়িয়ে গেছে, ছাদের পলেস্টরা খসে পুরো স্কুল ভবনটির বিপন্ন দশা। শৌচাগারের জীর্ণদশায় ব্যবহার অনুপযোগি। বিদ্যালয়ে পানীয় জলের জন্য কোন নলকূপও নেই। বিদ্যালয়ের আসবাবপত্র আর শ্রেণী কক্ষের শিক্ষার্থীর বসার বেঞ্চ ভাঙাচোরা। এখানে কোমলমতি শিশুদের স্কুলভবন ধসের আতংক বিরাজ করছে। এমন একটি বিদ্যালয় পরিত্যাক্ত ঘোষানাও করছেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমনকি বিদ্যালয়ের পরিদর্শন বহি পর্যক্ষেণ করে দেখা গেছে গত এক বছরে শিক্ষা দপ্তরের কোন ভিজিটরের কোন তথ্যাদি নেই। তবে এখানে দায়িত্বরত সহকারী শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান গত তিন মাস আগে একবার বিদ্যালয়টি পরিদর্শন করেন।
জানাগেছে, বিদ্যালয়টি ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর ১৯৯৫ সালে তিন শ্রেণী কক্ষ বিশিষ্ট একটি পাকা স্কুল ভবন নির্মিত হয়। ওই ভবন নির্মাণের একবছর পরেই ভবনটি জ্বরাজীর্ণ অবস্থা শুরু হয়। ২০০৭ সালে সিডরে বিদ্যালয়টি ক্ষতিগ্রস্ত হলে লক্ষাধিক টাকার বরাদ্দে দায়সারা কিছু সংস্কার কাজ করা হয়। বর্তমানে বিদ্যালয়টির ভয়াবহ জ্বীর্ণদশা বিরাজ করলেও কর্তৃপক্ষ ভবনটি পরিত্যাক্ত ঘোষণা করছেনা। ফলে বাধ্য হয়ে প্রাণ সংশয়ের এমন বিদ্যালয়ে নিয়মিত পাঠদান চলে আসছে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের পদ তিন মাস ধরে শূণ্য।
এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নূরুল আমীন বলেন, স্কুল ভবনের অবস্থা বহুবছর ধরে ঝুঁকিপূর্ণ। বিদ্যালয় ভবনটি পরিত্যাক্ত ঘোষণা জরুরী। ঝুঁকি নিয়ে আমাদের পাঠদান করতে হচ্ছে।

SONY DSC

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোফাজ্জেল হোসেন দর্জি বলেন, স্কুল ভবনটি এখন ধসে পড়ার উপক্রম। কর্তৃপক্ষকে অবহিত করলেও পরিত্যাক্ত ঘোষণা না করায় আমাদের সেখানে শিক্ষার্থীদের পাঠদান অব্যহত রাখতে হচ্ছে। নতুন স্কুল ভবন ছাড়া এ সংকট কাটবে কি করে ।
মঠবাড়িয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ স্বীকার বলেন, আমি এখানে নতুন যোগাদান করেছি। স্কুল ভবনটি পরিত্যাক্ত ঘোষণা জরুরী। স্কুল ভবন নির্মাণের বরাদ্দ অনুমোদন ছাড়া নতুন ভবন নির্মাণ সম্ভব হচ্ছেনা। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

SONY DSC

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...