ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় নানা আয়োজনে দিনভর বাংলা নববর্ষ উদযাপন

মঠবাড়িয়ায় নানা আয়োজনে দিনভর বাংলা নববর্ষ উদযাপন

সাংস্কৃতিক প্রতিবেদদক >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ শনিবার নানা আয়োজনে দিনভর বাংলা নববর্ষ-১৪২৫ উদযাপিত হয়েছে। সকালে বাংলাদেশ উদীচীি শির্পী গোষ্ঠি, কেএম লতিফ ইনস্টিটিউশন, বিবেকানন্দ শিল্পী গোষ্ঠি, শঙ্খচিল সাংস্কৃতিক গোষ্ঠিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমূহ পৃথক বর্ণাঢ্য মঙ্গলশোভাযাত্রা বের করে। এসকল শোভাযাত্রায় ঢোল করতালে এসা হে বৈশাখ এসো এসো সুরে মুর্ছনায় শহরের অলিগলি মুখরিত করে তোলে।

পরে স্ব স্ব সংগঠনের আয়োজনে পান্তা-ইলিশ , চিড়া মুড়ি দই ও পিঠা উৎসবের আয়োজন করে। উদীচী শিল্পী গোষ্ঠি মঠবাড়িয়া সরকারী কলেজ মাঠের বকুল তলায় প্রতিবারের মত বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান, জেলা পরিষদ সদস্য অধ্য আজীম উল হক, মুক্তিযোদ্ধা মুজিবুল হক মজনু,উদীচীর আহ্বায়ক সুভাষ মজুমদার, অধ্যাপক ইকতিয়ার হোসেন পান্না,অধ্যক্ষ আলমগীর হোসেন খান, উদীচীর সংগঠক শিবু সাওজাল ও উদীচীর সাংস্কৃতিক কর্মীরা সম্মিলিতভাবে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।কেএম লতীফ ইনস্টিটিউশন সকালে শোভাযাত্রা শেষে বিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালীর নববর্ষ উ’ৎসব নিয়ে আলোচনা সভা ও পিঠা মেলার আয়োজন করে। অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আজিজজুল হক সেলিম মাতুব্বর, ম্যানেজিং কমিটির সদস্য ও বিদ্যালয প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

অপরদিকে বিবেকানন্দ শিল্পী গোষ্ঠি বাংলাদেশ সেবাশ্রমে লোকজ ও ভক্তিমূলক গানের আসরের আয়োজন করে।

এছাড়া তরুণদের সংগঠন শঙ্খচিল সাংস্কৃতিক গোষ্ঠি সন্ধ্যায় কেএম লতীফ সুপার মার্কেট চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করে।বাংলা নববর্ষ উপলক্ষে আজ শনিবার পুরো শহর জুড়েই বৈশাখী মেলার আমেজে মুখরতা বিরাজ করে। বিশেষ করে শহরের ফার্মেসী গলিতে বৈশাখী মেলার উপচে পড়া ভীর জমে। অপরদিকে আজ কাছিছিড়া বেপারী বাড়ির মাঠ, মিরুখালী কুলুবাড়ির সম্মূখ চত্বর, কালিরহাট বাজার, খেজুরবাড়িয়া গ্রামে নীল পূজা উপলক্ষে বৈশাখি মেলা অনুষ্ঠিত হয়।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...