ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - ই-কৃষি সেবার উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রত্যক্ষ করলেন মঠবাড়িয়ার কৃষকরা

ই-কৃষি সেবার উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রত্যক্ষ করলেন মঠবাড়িয়ার কৃষকরা

 

মঠবাড়িয়া প্রতিনিধি >>

দেশব্যাপী ই-কৃষি সেবা সম্প্রসারণের লক্ষ্যে ডিজিটাল প্লাটফর্ম কৃষি বাতায়ন এবং কৃষক বন্ধু ফোন সেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষি বাতায়ন ও কৃষকবন্ধু ফোনসেবার এ উদ্বোধনী অনুষ্ঠান মঠবাড়িয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সরাসরি কৃষকরা প্রত্যক্ষ করেন।

মঠবাড়িয়া উপজেলা কৃষি ভবনের প্রশিক্ষণ মিলনায়তনে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান দেখেন। এসময় কৃষকরা প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিিএম সরফরাজ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান ডিজিটাল ই-কৃষি সেবা বিষয়ে কৃষকদের অবহিত করেন।

অনুষ্ঠানে কৃষকদের অবহিত করা হয়, কৃষকরা মাঠে বসেই ৩৩৩১ নম্বরে ফোন করে কৃষি কর্মকর্তাদের কাছ থেকে কৃষি বিষয়ে সবরকম পরামর্শ পাবেন । প্রযুক্তি শিক্ষার মাধ্যমে কৃষক ও নতুন প্রজন্ম কৃষির নানা তথ্য এখন খুব সহজেই জানতে পারবেন।

উপজেলার ভেচকী গ্রামের আব্দুল খালেক বলেন, কৃষি নিয়ে সকলে ভাবলে কৃষি আরও উন্নয়ন হবে। ই-কৃষি কৃষকদের সময়মত পরামর্শ দিলে আমরা উপকৃত হবো।

 

 

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...