ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়া শের-ই-বাংলা পাঠাগারে ৪৪তম সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠিত🕯️📖

মঠবাড়িয়া শের-ই-বাংলা পাঠাগারে ৪৪তম সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠিত🕯️📖

সাংস্কৃতিক প্রতিবেদক▶️

পিরোজপুরের মঠবাড়িয়া শের-ই-বাংলা পাঠাগারে সাপ্তাহিক পাঠচক্রের ধারাবাহিক ৪৪ তম আসর আজ শুক্রবার বিকালে পাঠাগারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে ।

শের-ই-বাংলা এ, কে ফজলুল হকের জন্মদিন উপলক্ষ্য এবারের আয়োজনে আলোচ্য বিষয় ছিলো, “শের-ই-বাংলার জীবনী”। এতে তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

কবি মেহেদী হাসান বলেন, শের-ই-বাংলার বর্ণিল জীবন সম্পর্কে তশের-ই-বাংলা (বাংলার বাঘ) নামে পরিচিত আবুল কাসেম ফজলুল হক ২৬ অক্টোবর ১৮৭৩ সালে বরিশালে জন্মগ্রহণ করেন এবং ২৭ এপ্রিল ১৯৬২ সালে মৃত্যুবরণ করেন। তিনি ব্রিটিশ শাসনের অধীনে বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, ছিলেন বিশিষ্ট আইনজীবী, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ও নিখিল ভারত মুসলিম লীগের একটি ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

মঠবাড়িয়া শের-ই-বাংলা পাঠাগারের পক্ষ থেকে তার জন্মদিনে বিনম্র শ্রদ্ধা এবং আত্মার মাগফেরাত কামনা করা হয়।

শেষে দেশাত্ববোধক কবিতা ও গান পরিবেশনের মাধ্যমে আয়োজনের আনুষ্ঠানিকতা শেষ হয়। পাঠচক্রের সার্বিক পরিচালনা করেন, কবি মেহেদী হাসান(সাদা কাঁক)। আয়োজকেরা প্রতি সপ্তাহের এই সাহিত্য আয়োজনে শিল্প ও সাহিত্যমনাদের আমন্ত্রণ জানিয়েছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...