ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি↪️
মিয়ানমারে রোহিঙ্গাদের উপর গণহত্যা ও দেশ থেকে বিতারিত করার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন পালিত হয়েছে। আজ শনিবার সকালে শহরের পুরাতন বাসস্টান্ড এলাকায় সূর্যোদয় গ্রন্থাগার ও উই ফিরেন্স-৯৫ এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সূর্যোদয় গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা রেজাউল করিম সেন্টু, সূর্যোদয় গ্রন্থাগারের সহ-সভাপতি কাজী এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মামুন-অর-রশিদ প্রিন্স, সদস্য জাহিদুর রহমান, উই ফিরেন্স-৯৫ এর সদস্য জুবায়ের আল মামুন, জাহিদুল রহমান, শামীম খান, রহমত আলী সাগর সহ সদস্যরা।
এ সময় বক্তারা মিয়ানমারের সামরিক জানতা ও বৌদ্ধ সম্প্রদায় কৃর্তক মুসলমানদের উপর নারকিয় অত্যাচার, গণহত্যা ও অগ্নি সংযোগের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে রোহিঙ্গাদের দেশে ফেরত নিয়ে তাদের নাগরিকত্ব প্রদানে আর্ন্তজাতিক সম্প্রদায়কে সরাসরি হস্তক্ষেপের দাবী জানান।
এছাড়া অসহায় রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার এবং তাহাদের সহযোগিতা করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...