ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - রোহিঙ্গা নারীর সদ্যোজাত মেয়ের নাম রাখা হলো শেখ হাসিনা

রোহিঙ্গা নারীর সদ্যোজাত মেয়ের নাম রাখা হলো শেখ হাসিনা

আজকের মঠবাড়িয়া অনলাইন ডেস্ক↪️

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর জাতিগত নিধন শুরু হলে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে চলে আসেন ২০ বছরের অন্তঃসত্ত্বা খাদিজা। বাংলাদেশেই কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
এরপর ওই শিশুর নাম দেন শেখ হাসিনা। খাদিজার পিতা নুরুদ্দিন ও স্বামী ফখরুদ্দীনকে মিয়ানমারে নির্মমভাবে হত্যা করা হয়। মা আলুম বাহারের সঙ্গে নদী পেরিয়ে আসার সময় তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

খাদিজা তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বর্ণনা করে বলেন, পুরো রাখাইন রাজ্য আগুনে জ্বলছে। আমার বাড়ি ঘরও পুরিয়ে দেয়া হয়। প্রাণভয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসি। গর্ভে সন্তান নিয়ে বেচে থাকার জন্য সংগ্রাম করি। একপর্যায়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করি। এখানেই আমি একটি কন্যা সন্তানের জন্ম দেই। রাখাইনের সহিংসতায় আমি আমার স্বামীকে হারিয়েছি। মেয়ের নাম রেখেছি শেখ হাসিনা। ছয় সদস্যের পরিবারের মধ্যে থেকে এখন মেয়ে ও মা’ই তার বেঁচে থাকার সম্বল।

খাদিজার মা আলুম বাহার বলেন, অনেক ব্যথা সহ্য করে আমরা বাংলাদেশে এসেছি। আমার কন্যা তখন গর্ভবতী ছিল। সে এখানেই একটি শিশুর জন্মদিয়েছে। আমরা তার নাম রেখেছি শেখ হাসিনা। সে আমাদের নতুন জীবনের আশা দেখিয়েছে, আমরা আমাদের জীবনে এখন কিছুটা শান্তি আশা করতে পারি।

সূত্র > কালের কণ্ঠ

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...