ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - শ্র দ্ধা ঞ্জ লি 🌿 প্রিয় নিসর্গসখা

শ্র দ্ধা ঞ্জ লি 🌿 প্রিয় নিসর্গসখা

দেবদাস মজুমদার >>

প্রাণ-প্রকৃতি ও নিসর্গবিষয়ক লেখালেখির পথিকৃৎ দ্বিজেন শর্মা। উদ্ভিদ ও প্রকৃতির সঙ্গে সখ্য জীবন তাঁর। এ নিয়ে তার আকরগ্রন্থ শ্যামলী নিসর্গসহ সপুষ্পক উদ্ভিদের শ্রেণীবিন্যাস, ফুলগুলি যেন কথা, গাছের কথা ফুলের কথা, এমি নামের দুরন্ত মেয়েটি, নিসর্গ নির্মাণ ও নান্দনিক ভাবনা, সমাজতন্ত্রে বসবাস, জীবনের শেষ নেই, বিজ্ঞান ও শিক্ষা : দায়বদ্ধতার নিরিখ, ডারউইন ও প্রজাতির উৎপত্তি, বিগল যাত্রীর ভ্রমণ কথা, গহন কোন বনের ধারে, হিমালয়ের উদ্ভিদরাজ্যে ডালটন হুকার, বাংলার বৃক্ষ সহ প্রকৃতি নিয়ে লিখেছেন অসংখ্য বই। তাই নিসর্গসখা, প্রকৃতিপুত্র নামে খ্যাত দ্বিজেন শর্মার কাছে আমি নতজানু।

আজ শুক্রবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ গুণি মানুষ না ফেরার দেশে চলে গেছেন। আমরা শোকাহত ।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় দ্বিজেন শর্মাকে ১৮ আগস্ট বারডেমের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের আইসিইউতে ভর্তি করা হয়ছিল।
দ্বিজেন শর্মা ১৯২৯ সালের ২৯ মে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শিমুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কলকাতা সিটি কলেজ থেকে স্নাতক অর্জনের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর করেন। তিনি উদ্ভিদবিজ্ঞানের শিক্ষক হিসেবে চাকরি করেছেন করিমগঞ্জ কলেজ, বিএম কলেজ ও নটর ডেম কলেজে।
পরে প্রায় কুড়ি বছর মস্কোর প্রগতি প্রকাশনে চাকরি করেছেন। এরপর দেশে ফিরে যোগ দিয়েছেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে। বাংলা একাডেমি, একুশে পদকসহ বিভিন্ন জাতীয় সম্মাননায় ভূষিত হয়েছেন।

নিসর্গসখা বিদ্বজন প্রয়াত দ্বীজেন শর্মার মহাপ্রয়াণে তাঁর প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...