ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - বামনায় বাসের ধাক্কায় এক নারী নিহত : চালক ও সুপারভাইজার আটক

বামনায় বাসের ধাক্কায় এক নারী নিহত : চালক ও সুপারভাইজার আটক

বামনা প্রতিনিধি>>
বরগুনার বামনায় যাত্রীবাহী একটি পরিবহন বাসের ধাক্কায় রানী বেগম(৩৮) নামে এক নারী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো এক নারী সহ দুজন আহত হয়েছে। নিহত রানী বেগম উপজেলার দক্ষিন ডৌয়াতলা গ্রামের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আ. বারেকের স্ত্রী। আহতরা হলেন, একই গ্রামের ইসমাইল আকনের এর ছেলে সোহরাফ হোসেন(৫০) ও জাহাঙ্গীর সিকদারের স্ত্রী খাদিজা বেগম(৪০)। আজ শুক্রবার সকালে উপজেলার আমুয়া-পাথরঘাটা সড়কের বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের মদিনার বাজার নামক স্থানে ঢাকা থেকে পাথরঘাটা গামী বরিশাল এক্সপ্রেস রাস্তার উপর দাড়িয়ে থাকা একটি নসিমনকে পিছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় জনতা ঘাতক বাসটিসহ চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশে সোপর্দ করে। গুরুতর আহত দুজনকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শিরা জানান, মদিনা বাজারে সড়কের উপর দাড়িয়ে ছিলো নসিমনটি। ঢাকা থেকে পাথরঘাটা গামী বরিশাল এক্সপ্রেস পিছন থেকে ওই নসিমনটিকে ধাক্কা দেয়। এতে নসিমনটি উল্টে পাশে দাড়িয়ে থাকা লোকজনের উপর উঠে যায়। এসময় ওই নসিমনের পাশে থাকা নিহত রানী বেগম ছিটকে রাস্তায় পরে যায়। এছারা আহত নসিমনটির ধাক্কায় সোহরাফ হোসেন ও খাদিজা বেগম পার্শ্ববর্তী একটি জলাশয়ে পরে যায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে তাৎক্ষনিক বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে আহত রানী মৃত্যু বরণ করেন। আহত অন্যদের মধ্যে সোহরাফ হোসেনের অবস্থা আশংকাজনক।

এদিকে বামনা থানা পুলিশ ওই পরিবহন সহ আটককৃতদের বামনা থানায় নিয়ে আসার পথে উপজেলার সফদারপুল নামক স্থানে পৌছলে পুলিশের হাত থেকে চালক ও সুপারভাইজার গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যায়। পুলিশ সুপারভাইজারকে তাৎক্ষনিক আটক করতে পারলেও চালক পালাতে সক্ষম হয়। পরে বামনা থানার এস.আই খোকনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বামনা থানার চালিতাবুনিয়া ফেরীঘাট থেকে চলক আউয়ুব আলীকে গ্রেফতার করে।

এব্যাপারে বামনা থানার অফিসার ইন চার্জ (তদন্ত) মো. লোকমান হোসেন জানান, বামনা থানা পুলিশ পরিবহনটি সহ চালক ও সুপারভাইজারকে আটক করে বামনা থানায় নিয়ে আসার পথে চালক আইয়ুব আলী পালিয়ে যায়। পরে তাকে ফেরীঘাট থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা গ্রহন করে বরগুনা জেল হাজতে পাঠানো হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...