ব্রেকিং নিউজ
Home - অপরাধ - বামনায় বিদ্যুতের খুঁটিতে বেঁধে নিষ্ঠুর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

বামনায় বিদ্যুতের খুঁটিতে বেঁধে নিষ্ঠুর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

বামনা(বরগুনা) প্রতিনিধি >>

বরগুনার বামনায় জাদুটোনার মাধ্যমে ক্ষতি সাধনের বানোয়াট অভিযোগ তুলে ইউনুস মল্লিক নামে এক মাছ বিক্রেতাকে তার মা,স্ত্রী ও সন্তানদের সামনে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে আপন বড়ভাই, ভাতিজা ও স্ত্রী কর্তৃক নিষ্ঠুর নির্যাতনের প্রতিবাদ ও আটককৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসি।
আজ সচেতন বামনাবাসীর ব্যানারে শহরের গোলচত্ত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত । মানবন্ধনে উপজেলার সর্বস্তরের বিক্ষুব্দ জনতা অংশ নেন।
পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে একটি স্মারক লিপি দেওয়া হয়।
মানববন্ধন চলাকালীন প্রতিবাদ সমাবেশে বক্তব্যরাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউসুফ আলী হাওলাদার, সারওয়ারজন মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির সদস্য দেলোয়ার হোসেন জমাদ্দার, সাবেক ইউপি সদস্য আখতারুজ্জামান শিপার সহ সুশিল সমাজের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা দাবী করেন, মাছ বিক্রেতা ইউনুসের উপর নির্যাতনের মুল নায়ক তার ভাবি পারুল বেগম। অজ্ঞাত কারণে তাকে এই মামলায় আসামী করা হয়নি তাকেও এই ঘটনায় বিচারের আওতায় আনা হইক ও গ্রেফতারকৃতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হোক।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...