ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - শিক্ষা জাতীয়করণ খন্ডিত নয়, একটি ঘোষণার প্রতীক্ষায় সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান

শিক্ষা জাতীয়করণ খন্ডিত নয়, একটি ঘোষণার প্রতীক্ষায় সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান

মো. আলমগীর হোসেন খান >>

দেশ ও জাতিকে উন্নত করতে হলে শিক্ষায় জাতিকে উন্নত করতে হবে সর্বাগ্রে। শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি কখনোই সম্ভব নয়। আবার মানসম্মত শিক্ষার জন্য মেধাবীদেরকে শিক্ষকতা পেশায় আকৃষ্ট করা খুবই জরুরী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ও ২০৪১ সফল করতে হলে শিক্ষা জাতীয়করণের কোন বিকল্প নেই ।

শিক্ষা জাতীয়করণ ছাড়া মেধাবীরা শিক্ষকতা পেশায় আকৃষ্ট হবে না । অল্প বেতনে চাকুরী সব মেধাবীরা করতে আসেনা । এদিকে বর্তমানে যে শিক্ষকরা আছেন তাদের মানষিক ভাবে দূর্বল করে রাখা হয়েছে । দেশের সকল সরকারি চাকুরীজিবীদের ৫% প্রবৃদ্ধি প্রত্যেক অর্থবছরের শুরুতে পেয়ে থাকে । অথচ বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নাই । আর কখনও পে-স্কেল হবে না । তাহলে আমরা বঞ্চিত হচ্ছি প্রতি পদে পদে । বাংলা বর্ষবরণ অনুষ্ঠান করে আমরা জাতীয় অনুষ্ঠানে পরিনত করেছি । অথচ যারা অনুষ্ঠান করে না তাদেরকে বৈশাখী ভাতা দেয়া হয় । ২টি উৎসবে সরকারি স্কুল-কলেজের শিক্ষক ২টি পূর্ণাঙ্গ বোনাস পায় অথচ আমরা একটি উৎসব ভাতার ২৫% পাই । লজ্জা আর লজ্জা, কাউকে বলা যায় না । আল্লাহ তুমি রহমত করো । জননেত্রী এটা জানেন বলে মনে হয় না । বাড়ী ভাড়া, মেডিকেল ভাতা যৎসামান্য । এ থেকে আমরা পরিত্রাণ চাই ।

শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে সকল শিক্ষক সংগঠনের আন্দোলন সংগ্রাম চলছে । আন্দোলনকে বানচাল করার জন্য কিছু অসাধু পরামর্শদাতা বিশ্বনেত্রী শেখ হাসিনাকে ভুল বুঝিয়ে কিছু প্রতিষ্ঠানকে জাতীয়করণ করাচ্ছেন । তা দিয়ে নেত্রীর ভিশন ২০২১ ও ২০৪১ সফল হবে না । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঘোষনায় সকল প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন । জননেত্রী শেখ হাসিনা পরবর্তী সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে এক ঘোষনায় জাতীয়করণ করেছেন । এখন এক ঘোষনায় সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে । খন্ডিতভাবে কিছু কিছু প্রতিষ্ঠান জাতীয়করণ করা আমরা মানি না । সকল বেসরকারী শিক্ষক-কর্মচারি আমরা ঐক্যবদ্ধ । আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়িকরণে কত টাকা প্রয়োজন তা বার বার জানতে চেয়েছেন । কিন্তু অজ্ঞাত কারণে সেই হিসাব কেউ পৌছান না । সকল শিক্ষা প্রতিষ্ঠানের আয় রাজকোষে চলে আসলে জাতীয়করণকৃত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা দিয়ে সরকারের কোষাগারে অতিরিক্ত থাকবে । যা দিয়ে অন্য খাতে ব্যয় নির্বাহ করতে পারবে । তাই খন্ডিত নয় জাতির জনকের তনয়া জননেত্রী শেখ হাসিনার একটি ঘোষনায় সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান একযোগে জাতীয়করণ চাই ।

লেখক, অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন খান, মিরুখালী স্কুল এন্ড কলেজ, মঠবাড়িয়া, পিরোজপুর ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...