ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় দিনব্যাপী নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

মঠবাড়িয়ায় দিনব্যাপী নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ মঙ্গলবার দিনভর নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাস, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান স্বস্ব কর্মসূচির আয়োজনে জাতীয় শোক দিবস পালন করে।

সকালে ’বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, ছাত্রলীগ বিভিন্ন রাজনৈতিক দল, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ।
পরে উপজেলা পরিষদ চত্বর হতে একটি শোক র‌্যালী বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান, পৌর মেয়র রফিউদ্দিন ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিনসহ মুক্তিযোদ্ধা,আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান, পৌর মেয়র রফিউদ্দিন ফেরদৌস, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. সাদিকুর রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ডা. এম নজরুল ইসলাম. মুক্তিযোদ্ধা মুজিবুল হক মজনু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. আরিফ-উল-হক, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, থানার অফিসার ইনচার্জ কে.এম তারিকুল ইসলাম ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মিয়া মো. ফারুক প্রমূখ।
সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধুর পলাতক খুনীদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।

অপরদিকে মমঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন, উপজেলার সকল স্কুল,কলেজে স্বস্ব প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় শোক দিবসে নানা কর্মসূচি পালিত হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...